শেষ পর্বে ‘লাইট-ক্যামেরা-একশন’
আসছে ‘সাহিত্য ও সিনেমা’
গত ১৩ ডিসেম্বর এই শোয়ের অতিথি রূপে ছিলেন প্রখ্যাত নাট্যকর্মী ও নাট্য পরিচালক প্রতিজ্ঞা ঘোষ। নাটক নিয়ে নানাকথা ছিল এই সন্ধ্যার আড্ডায়। আগামী ২০ ডিসেম্বর এই শোয়ের অতিথি অভিনেতা ও পরিচালক রাজাদিত্য ব্যানার্জি। শুনবো তাঁর নতুন তথ্যচিত্র বিষয়ে। অভিনয় নিয়েও কথা হবে। গত এক বছর আপনারা ‘আমার আমি’ চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখেছেন লাইট-ক্যামেরা-একশন। নতুন বছরে অভিমুখ বদলাচ্ছে এই শো। এবার নতুন মোড়কে নতুন বিনোদনের পসরা নিয়ে হাজির ‘আমার আমি’ ইউটিউব চ্যানেল। আগামী ৩ জানুয়ারি ২০২৩ থেকে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থাকছে ‘সাহিত্য ও সিনেমা’ শিরোনামে নতুন লাইভ অনলাইন শো। সাহিত্যের সঙ্গে সিনেমার নিবিড় সম্পর্ক যুগ যুগ ধরে। এই শোয়ে সেই সম্পর্কই অনুরণিত হবে। থাকবেন বিশিষ্ট অতিথিবৃন্দ। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।