Monday, February 3, 2025
৫ফোড়ন

রান্নাঘরকে বিদায় সুদীপার

রান্নাঘর-এর শেষ পর্বের–থুড়ি সুদীপাকে নিয়ে শেষ পর্বের (কারণ, এই শোয়ের ভবিষ্যত এখনই ঠিক বোঝা যাচ্ছে না) শুটিং হওয়ার দিন কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি। বিদায়বেলা সমাগত। ভাবতে অবাক লাগে, একদিন এই জনপ্রিয় কুকারি শোয়ের মুখ ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। পদবী পাশে রেখে সুদীপার রান্নাঘর–এই হয়ে গেছিল শোয়ের নামকরণ ! এক ডেলিভারি বয় বিতর্কের আগুন এতটাই জ্বললো, যে, তাতে পুড়ে ছাই হয়ে গেল সুদীপার এতকালের সব মেহনত, কর্মদক্ষতা এবং সুনাম ! আগামী ৩১ ডিসেম্বর শোয়ের শেষ পর্ব টেলিকাস্ট হবে। হয়ে গেল তারই শ্যুটিং। এদিন সুদীপার সঙ্গে রান্নাঘরে অতিথি হিসাবে হাজির ছিলেন অভিনেত্রী শ্রীপর্ণা ও অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। আবেগঘন পরিবেশ সামলাতেই কী হাস্যরসিক কাঞ্চনের ডাক পড়লো ? হবে হয়তো ! একটা বড় অংশের মানুষ বেশ খুশি সুদীপার এই পরিণতিতে। তবে, লঘু অপরাধে গুরুদণ্ড পেলেন তিনি, এমন বলার মতো লোকও নেই, তা নয়। মতামত যেটাই হোক, সুদীপার কেরিয়ারে যে কালো দাগটা পড়লো, তা মুছতে যে অনেকটা সময় লাগবে, সেকথা বলাই বাহুল্য।