হৃত্বিক কিছুই নন
পরিচালক রাজামৌলি প্রভাসের সঙ্গে হৃত্বিক রোশনের তুলনা করে প্রভাসকেই এগিয়ে রেখেছেন। বিষয়টা পুরোনো। ২০০৮-এ প্রভাসের ছবি ‘বিল্লা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রাজামৌলি স্যর ‘বিল্লা’-র কিছু ভিস্যুয়াল দেখে বলেন একথা। যে কোনও ভাবেই হোক, বিষয়টি নতুন করে উঠে আসে রেডিটে। মজা হলো, প্রথমে ‘ধুম ২’-এর সূত্র ধরে হৃত্বিকের প্রশংসায় পঞ্চমুখ হন রাজামৌলি। তারপরই বলেন, “তবে, প্রভাসের কাছে হৃত্বিক কিছুই নন।” স্বভাবতই রেডিটে বিষয়টায় মিশ্র প্রতিক্রিয়া মেলে। পক্ষে ও বিপক্ষে সোচ্চার আম জনতা। এক্ষেত্রে আমাদের বক্তব্য সাফ ! রাজামৌলি প্রভাসকে বেশি নম্বর দেবেন, সেটাই তো স্বাভাবিক ! নিজেদের ইন্ডাস্ট্রি অর্থাৎ তেলুগু ফিল্ম এখানে মুখ্য বিবেচ্য। প্রভাস তাঁর কাছে অধিক স্নেহের পাত্র হতেই পারেন ! তাই বলে, ‘হৃত্বিক কিছুই নন’–এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না কী রাজামৌলি স্যর?