Tuesday, May 13, 2025
৫ফোড়ন

প্রশান্থের ছবিতে আমির

‘লাল সিং চাড্ডা’-র মুক্তির সময় বলেছিলেন, আপাতত একটা লম্বা ব্রেক ! আদতে আমির খান বহু বছর ধরেই নিজের কাজ কমিয়ে এনেছেন। তিনি মূলত নিজের প্রযোজিত ছবিতেই কাজ করছেন। তার বাইরে কোনও ছবি করলেও, অনেক বিবেচনার পর রাজি হচ্ছেন। তাই তাঁর এই ব্রেক নেবার সিদ্ধান্তে খুব বেশি অবাক হয়নি কেউই। অন্য দিকে ‘লাল সিং চাড্ডা’-কে ঘিরে দেশের বয়কট সংস্কৃতি তুঙ্গে ওঠে। সেটাও হয়তো কোথাও একটা ক্লান্তি ও হতাশার সৃষ্টি করেছিল আমিরের মধ্যে। সম্ভবত, সেইসব কাটিয়ে উঠেছেন তিনি। আমির ভক্তরা শুনে খুশি হবেন, সুপারহিট ‘কেজিএফ’ পরিচালক প্রশান্থ নীল তাঁর আগামী ছবির জন্য আমির খানকে রাজি করিয়ে ফেলেছেন। এই ছবিতে আমির কাজ করবেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের সঙ্গে। এ বছরই ছবিটি শুটিং ফ্লোরে যাবে। বলা বাহুল্য, অভিনেতা আমিরের নতুন অবতার দেখার অপেক্ষায় গোটা ইন্ডাস্ট্রি।