খ্যাতি চাননি অভয়
পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য সেই সময় নিয়মিত মদ্যপান করতাম আমি– বলেছেন ‘দেব ডি’, ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’, ‘ওয়ে লাকি লাকি ওয়ে’ ইত্যাদি ভিন্নধারার ছবির নায়ক অভয় দেওল। এর কারণ, সেলিব্রিটি হওয়ার কোনও আকাঙ্ক্ষাই নাকি ছিল না তাঁর। নাম-যশ পাবেন, এসব অভয়ের স্বপ্ন ছিল না মোটেই। সত্যি কথা বলতে কী, আজও তিনি এসব বেশ অপছন্দই করেন। মিডিয়াকে এড়িয়েও চলেন এই কারণেই। এটা ঠিক, প্রতিবারই নিজের ভাবনা ও যোগ্যতা উপযোগী কাজ করার সিদ্ধান্ত নেওয়ার কারণেই এতখানি সাফল্য অর্জন করেছেন তিনি। সেরিব্রাল ও ইন্টেনস একটিংয়ে জুড়ি নেই তাঁর। এই মুহূর্তে নেটফ্লিক্সের জন্য তৈরি তাঁর আসন্ন ওয়েব সিরিজের প্রমোশনে ব্যস্ত অভয়। এসব তাঁর কাজেরই অঙ্গ হলেও আজও মিডিয়ার মুখোমুখি হওয়া বিড়ম্বনা বলে জানিয়েছেন অভয়। বলেছেন, ছোটবেলায় খুব কাছ থেকে দেখেছি ফিল্ম ইন্ডাস্ট্রিকে। ধর্মেন্দ্রজি আমার নিকট আত্মীয়। আমার বাবাও ছিলেন এই ইন্ডাস্ট্রিতে। স্কুলে রীতিমতো বুলি করা হতো আমায়, মিডিয়ায় প্রকাশিত আমাদের পরিবার সংক্রান্ত নানা গসিপের জন্য। ঘটনাচক্রে অভিনয় পেশায় এসে পড়লেও, আজও আমি এইসব থেকে দূরেই থাকি।