আজ গান-আড্ডায় তৃপ্তি
আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডার অতিথি প্রখ্যাত সঙ্গীতশিল্পী তৃপ্তি সেন। নানা ধরণের গানে অনায়াস যাতায়াত শিল্পীর। বাংলা গানের দুনিয়ায় তাঁর বিচরণ বহুদিন। আজ সন্ধ্যা মুখরিত হবে তৃপ্তির কথা ও গানে। আগামী ২৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় আড্ডার অতিথি শিলিগুড়ি-বাসী বাংলার প্রখ্যাত কবি ও লেখক রিমি দে। আপনারা ‘ননস্টপ বিনোদন’ চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় দেখছেন লাইভ অনলাইন অনুষ্ঠান ‘ননস্টপ আড্ডা’। উপস্থিত থাকেন চিত্রশিল্প, নাটক, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।