Monday, February 3, 2025
৫ফোড়ন

কলকাতায় ‘পাঠান’ এবং

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বলিউডের বাদশা, ‘পাঠান’ শাহরুখ বিতর্কে এবার কল্লোলিনী সরগরম। কলকাতার অভিজাত ও অত্যাধুনিক প্রিয়া হলের মালিক অরিজিৎ দত্ত তাঁর হল থেকে ‘প্রজাপতি’ সরিয়ে ‘পাঠান’ এনেছেন। এমন নয়, এটা আচমকা ঘটেছে। বিষয়টি পূর্ব নির্ধারিত। আরও বেশ কয়েকটি হলেই ঘটেছে এই কান্ড। ‘পাঠান’ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে এই রাজ্যে, বাংলা ছবির গুষ্টির ষষ্ঠীপুজো করে। আপাতত তীব্র অভিযোগের আঙ্গুল হল মালিকদের দিকে। কথা হলো, এতে এত অবাক হওয়ার কী আছে, কে জানে ? বড় মাছের ছোট মাছ খেয়ে ফেলা কী নতুন কিছু ? ক্ষমতাই তো শেষ কথা ! নন্দনে প্রবল চাহিদা থাকা সত্ত্বেও কুমার চৌধুরীর ‘প্রিয় চিনার পাতা…’ সরিয়ে রাজ চক্রবর্তীর একটি খাজা ছবিকে আনা হয়েছিল। তখন কিন্তু এত প্রশ্ন তোলা হয়নি। কারণ, সেই ক্ষমতা ও প্রভাব। আমাদের যে চরিত্র বলে আর কিছু নেই, এটাই সবচেয়ে কঠিন সত্য !!