Monday, February 3, 2025
৫ফোড়ন

মনে মনে আজও বাংলাতেই আছেন মিঠুন

বিতর্ক তাঁর পিছু ছাড়ে না, সে রাজনৈতিক হোক বা সম্পর্কজনিত। ছেলে মহাক্ষয়কে নিয়েও কিছু কম জটিলতা হয়নি। কিন্তু মিঠুন চক্রবর্তীর অভিনয় কেরিয়ার নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই। নিজ অভিনয় গুণেই তিন তিনবার জাতীয় পুরস্কার ঝুলিতে পুরেছেন তিনি। তাই ‘প্রজাপতি’-কে ঘিরে আজ এই যে উন্মাদনা, তা অস্বাভাবিক কিছু নয়। কলকাতা থেকে মুম্বই যাত্রা, সেখানে বিপুলভাবে রাজত্ব করার পাশাপাশি বাংলা ছবিকে কিন্তু কখনও ছাড়েননি মিঠুন। আদতে মিঠুনের অসাধারণ অভিনয়ের এক একটি ঝলক আমরা বাংলা ছবিতেই দেখেছি। এরই সঙ্গে বাংলা মশালা ছবিতেও মিঠুনের দাপুটে অভিনয় দেখেছে বাংলার দর্শক। অর্থাৎ ‘প্রজাপতি’-কে ঘিরে তাঁর উত্তরণ মিঠুনের ফিরে আসা বললে, ভুল বলা হবে। বলা ভালো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উজ্জীবিত হবে তাঁর উপস্থিতিতে। খবরে প্রকাশ জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘সহজ পাঠের গপ্পো’-র পরিচালক মানস মুকুল পালের ছবিতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। এও জানা গেছে, এই ছবিতে মিঠুনকে এমন এক চরিত্রে দেখা যাবে, যা আগে কখনও করেননি তিনি। আপাতত সকলেই বাংলা ছবির পর্দায় বর্ষীয়ান এই অভিনেতার নতুন ম্যাজিক দেখার অপেক্ষায়।