লড়াইয়ের দিনগুলি আজও ভোলেননি নোরা
মুম্বইয়ের এক কাস্টিং ডিরেক্টর তাঁকে নিজের দেশে ফিরে যেতে বলেছিলেন। সেই সময় এ দেশের বিনোদন রাজধানীতে নিজের পায়ের তলার জমিটুকু খুঁজছেন তিনি। কঠিন লড়াই প্রতিটি দিন। আজ অবশ্য নিজের যোগ্যতাতেই প্রতিষ্ঠিত নোরা ফতেহি। ভাগ্যিস সেই কাস্টিং ডিরেক্টরটির কথা শুনে ভেঙে পড়েননি তিনি সেদিন ! সম্প্রতি এই প্রসঙ্গে নোরা জানিয়েছেন, ভারতের কোনও এক রিয়ালিটি শোয়ের জন্য অডিশন দেওয়া আমার জন্য ট্রমাটিক ছিল। আমাকে বুলি করা হয়েছে দিনের পর দিন। সেই কাস্টিং ডিরেক্টর ও তার দলবল এখন কী ভাবছে, জানতে ইচ্ছে করে। তাঁর অভিনীত প্রথম ছবি ‘রোর : টাইগারস অফ দ্য সুন্দরবনস’ থেকে অনেকটা পথ হেঁটেছেন এই সিঙ্গার, ডান্সার ও একট্রেস। তাঁর হিন্দি বলা, যা নিয়ে প্রচুর ব্যঙ্গ-বিদ্রুপ শুনতে হয়েছে নোরাকে, সেই হিন্দি বলার ক্ষেত্রেও নিজেকে অনেক শুধরেছেন তিনি। ডান্সের ক্ষেত্রে তো শুরু থেকেই সমাদৃত নোরা। এখন সামগ্রিকভাবেই নোরা তাঁর জমি পেয়ে গেছেন। প্রমাণ করেছেন, ইচ্ছের জোর থাকলে স্বপ্ন পূরণ সম্ভব।