Monday, February 3, 2025
৫ফোড়ন

নওয়াজের ইমেজে বারোটা

গার্হস্থ্য হিংসার অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। বিষয়টা মোটেই নতুন নয়। বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে মিডিয়ায় চর্চা চলছে। নওয়াজের বিরুদ্ধে তাঁর স্ত্রী আলিয়ার অভিযোগ, মানসিক নির্যাতন এবং ছেলেমেয়েদের তাদের মায়ের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা। এই বাবদ আলিয়া আইনের দ্বারস্থও হয়েছেন। এবার তাঁর পাশে দাঁড়ালেন নওয়াজের নিজের ভাই শামাস। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, আলিয়া অনেক সহ্য করেছেন নওয়াজের অত্যাচার। শামাসের কথায়, নওয়াজ একজন ভালো অভিনেতা কিন্তু মানুষ ভালো নয়। সত্যি বলতে কী, ব্যাক্তি জীবনে নওয়াজ কী করছেন, তার ফল কী হবে, সেটা আইন-আদালতের ব্যাপার। কিন্তু এর প্রভাব একদিন যে তাঁর কর্মজীবনেও পড়বে, এটা এখনই বলা যায়। একে তো তাঁর ইমেজের বারোটা বাজছে। এছাড়াও মানসিক ভাবে স্থিতিশীল না থাকতে পারলেও তো কাজে তার প্রতিফলন ঘটবে।