প্রেমে প্রাণে গানে ছন্দনীড়
বিধাননগর তথা কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে তৃপ্তি সেন কয়েক দশকের এক পরিচিত নাম। ছন্দনীড় তাঁরই মানস সন্তান, যা এই বছরে পা দিল তিরিশে। ছন্দনীড় শুধু এক সঙ্গীত প্রতিষ্ঠানই নয়, যথাযথ শৃঙ্খলা ও অনুশাসনের মাধ্যমে এখানে গড়ে তোলা হয় সংগীতবোধ, যা প্রভাবিত করে আট থেকে আশির সমগ্র জীবন দর্শনকে। ছন্দনীড়ের যাত্রা শুরু ১৯৯২ সালে মানিকতলায়, বর্তমানে বিধাননগরে নিজ গৃহেই তৃপ্তি সযত্নে লালন করে চলেছেন তাঁর এই সঙ্গীত শিক্ষাকেন্দ্র। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের সঙ্গীতশিক্ষার দায়িত্ব বহন করে চলেছেন তিনি। দেশ-বিদেশের বহু শিক্ষার্থী তাঁর কাছে অনলাইনে ক্লাস করেন।
প্রসঙ্গত, ছন্দনীড়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে ‘খেলার সাথী’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশিত হয়। অ্যালবামটির উদ্বোধন করেছিলেন প্রয়াত কবি শঙ্খ ঘোষ। বড়দের নিয়েও একটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে, শিরোনাম ‘নাই নাই ভয়’। ছন্দনীড়ের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তৃপ্তি। আগামিকাল রয়েছে এমনই এক অনুষ্ঠান। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় ৩০তম বর্ষ উদযাপনে ঐকতান মঞ্চে বিকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘প্রেমে প্রাণে গানে’। সংস্থার শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অতিথিশিল্পী আবীর চট্টোপাধ্যায়, সুছন্দা ঘোষ, সুতপা দত্ত ভান্ডারী ও তৃপ্তি সেন।