‘সুপার সিঙ্গার সিজন ৪’
মঞ্চে শানু ও কবিতা
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। স্টার জলসায় উইকএন্ড জমজমাট শানু ও কবিতার ডুয়েট গানে।
স্টার জলসার মিউজিক রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার সিজন ৪’ শুরু থেকেই চলছে রমরমিয়ে। প্রোমোর স্লোগান ‘বাংলা আবার উপহার দেবে ভারতের সেরা গানের গলা’-র অনুষঙ্গেই দর্শক-শ্রোতা সাক্ষী হচ্ছেন এক একজন নতুন ও সম্ভাবনাময় শিল্পীর পারফরম্যান্সের। এই সপ্তাহে ‘যুগলবন্দি স্পেশাল’। সুপার সিঙ্গারের মঞ্চে আসর মাতাতে হাজির হচ্ছেন মেলোডি কিং কুমার শানু ও মধুর কণ্ঠের অধিকারিণী কবিতা কৃষ্ণমূর্তি।
তাঁরা দুজনে অপূর্ব সুরেলা কণ্ঠে, মরমি আবেগে গাইবেন তাঁদের হিট ডুয়েট গানগুলি। এছাড়াও ‘লাভ গুরু’ কুমার শানু গাইবেন তাঁর হিট প্রেমের গান। শানু ও কবিতার প্রতি এই মঞ্চের নিবেদনেও থাকবে বিশেষ কিছু আয়োজন। সব মিলিয়েই পর্বটি হয়ে উঠবে একগুচ্ছ রোমান্টিক গানে মুখর। আগামিকাল ও পরশু স্টার জলসার পর্দায় রাত ৯.৩০-এ দেখুন ‘সুপার সিঙ্গার সিজন ৪’।