Monday, February 3, 2025
৫ফোড়ন

কবিতায় জিনাত

একদা বলিউডের পর্দা কাঁপানো জিনাত আমন। এখন যথেষ্ট বয়স হলেও সময়ের সঙ্গে চলতে পারা এই প্রাক্তনী রীতিমতো সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে তাঁর পোস্টগুলিতে কে কী মন্তব্য করছে, নিজে সেসব গুরুত্ব দিয়ে দেখেন ও জবাব দেন। অন্যদিকে জিনাতের পোস্টগুলিও যে অত্যন্ত আকর্ষণীয় ও চিন্তাশীল হয়ে থাকে, সে কথা বলাই বাহুল্য। সমসাময়িক নানা সামাজিক বিষয়ে লেখেন তিনি এখানে। জিনাতের পোস্ট পড়ে সোশ্যাল মিডিয়ার লোকজনও যে নানা ভাবনার খোরাক পান, বুঝতে পারা যায় সহজেই। শুধু লেখা নয়, থাকে আরও নানা আয়োজন। এই তো, কিছুদিন আগেই, আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে ইনস্টাগ্রামে আবৃত্তি শোনা গেল তাঁর কণ্ঠে। ডেরেক ওয়ালকটের ‘লাভ আফটার লাভ’ পড়েছেন জিনাত। শান্ত, নিমগ্ন কণ্ঠে অভিব্যক্ত হয়েছেন তিনি। এক বন্ধু তাঁকে পাঠিয়েছিলেন কবিতাটি। খুব ভালো লাগায় জিনাত সেটি পড়ে শুনিয়েছেন আমাদের। সত্যিই এ এক অপূর্ব প্রাপ্তি তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারদের।