আড্ডায় একা বর্ণালী
অনিবার্য কারণে আজকের ননস্টপ আড্ডা লাইভ বন্ধ থাকছে। তার জন্য আমরা আন্তরিক দুঃখিত ও দর্শকদের কাছে ক্ষমাপ্রার্থী। লাইভের বদলে আজ সন্ধ্যা ৭টায় আপনারা দেখবেন একটি পুরোনো আড্ডার শো–শিরোনাম ‘আবৃত্তির সঙ্গে একা সুমন্ত্র’। অতিথি বিশিষ্ট আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত। কবি ও গীতিকার মনিকা বসু উপস্থিত ছিলেন আমাদের গত শুক্রবারের ননস্টপ আড্ডায়। তাঁর লেখা কবিতা পাঠ ও নানা কথায় জমে উঠেছিল আড্ডার সন্ধ্যা। আগামী ৭ এপ্রিল আড্ডায় অতিথি রূপে উপস্থিত থাকবেন বিশিষ্ট বাচিকশিল্পী বর্ণালী সরকার। তাঁর সঙ্গে কথা ও শিল্পীর আবৃত্তি পরিবেশনায় মুখর হয়ে উঠবে সন্ধ্যাটি। দর্শক বন্ধুদের জানাই, প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।