Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

অনুপমা রূপালী

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। স্টার প্লাস-এর ‘অনুপমা’ দর্শকের হৃদয় স্পর্শ করেছে টানটান, নাটকীয় গল্প ও দুরন্ত অভিনয় গুণে। লিখেছেন মৃণালিনী ঠাকুর

অভিনেত্রী রূপালী গাঙ্গুলির অভিনয়ের ব্যাপ্তি প্রসঙ্গে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। বলিউডের প্রখ্যাত বাঙালি পরিচালক অনিল গাঙ্গুলির এই সুযোগ্য কন্যাটি কেরিয়ার শুরু করেন, বাবারই ছবিতে শিশুশিল্পী হিসেবে। তবে, তাঁর কেরিয়ারের উত্তরণ ঘটে অন্দরের পর্দাতেই। টিভি দর্শক রূপালীকে প্রথম খুব ভালো করে লক্ষ্য ও বিপুল পরিমাণে পছন্দ করেন স্টার প্লাস-এর ‘সঞ্জীবনী’ ধারাবাহিকে ডাঃ সিমরান চোপড়ার চরিত্রে। এর পরের কাজ ২০০৪-এ, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, সেখানে কমেডিতে কামাল করেন তিনি, রত্না পাঠকের মতো অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিয়ে। সংবেদনশীল অভিনয়ে মন কেড়ে নেন ২০০৫-এ শুরু হওয়া ‘বা বহু আউর বেবি’ ধারাবাহিকে। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত চলে দুই বোনের পারিবারিক কাহিনি ‘পরভারিশ কুছ খাটটি কুছ মিঠি’। প্রতিটি ক্ষেত্রেই রূপালী বুঝিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে তিনি কতদূর অপরিহার্য ! ২০১৩-য় শেষ তাঁকে দেখার বেশ কয়েক বছর পর ২০২০-তে রূপালী টিভির পর্দায় ফিরলেন ‘অনুপমা’ হয়ে। বস্তুত লম্বা বিরতির পর রূপালী আক্ষরিক অর্থেই ‘অনুপমা’ হয়ে অন্দরের পর্দায় ফিরেছেন। চরিত্রের প্রতিটি খুঁটিনাটি আবেগের অভিব্যক্তিতে অসামান্য তিনি।

স্টার প্লাস-এ প্রদর্শিত ‘অনুপমা’ ইতিমধ্যেই চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষত, রূপালীর অভিনয় প্রসঙ্গে উচ্ছ্বাস-তরঙ্গ উদ্বেলিত দর্শকমহলে। গুজরাতি পরিবারের এই বধূটির সংসার জীবন, সংসারের প্রতি তার নিষ্ঠা, স্বামীর দ্বিচারিতা ও বিচ্ছেদ, তথাকথিত ভাবে লেখাপড়া না জানার কারণে তার প্রতি সন্তানদের অবজ্ঞা অবহেলা, আবার তাদের মানসিকতার পরিবর্তন–সেই সবই দর্শক ইতিমধ্যেই দেখে ফেলেছেন। এরই পাশাপাশি রয়েছে অনুপমার প্রতি দীর্ঘদিন যাবৎ অনুরক্ত কলেজ জীবনের বন্ধু অনুজের সঙ্গে তার দেখা হওয়া এবং অনুজের সঙ্গে তার বিবাহ।

Images 2 3
অনুপমা রূপালী 9

তবে, অনুপমার জীবনে অনুজের আগমন ঘটে পরে। আগে তো বনরাজের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ! কর্মস্থলে গড়ে ওঠে বনরাজ ও কাব্যার অবৈধ সম্পর্ক। নানা ধরনের টানাপোড়েনে কিছুদিন পর বনরাজ ও তার প্রেমিকা কাব্যা দুজনেই চাকরি খোয়ায়। অনুপমা সিদ্ধান্ত নেয় বনরাজকে মুক্ত করে দেবে সে। এই সম্পর্ক মূল্য হারিয়েছে তার কাছে। অনুপমার সংসার চরম আর্থিক সংকটে পৌঁছয়। সমস্যার সমাধানে কুকিং ও ডান্সিং ক্লাস শুরু করে অনুপমা। এইসব ঘটতে ঘটতেই অনুপমার ক্যান্সার ধরা পড়ে। দ্রুত অবস্থার অবনতি হলে তাকে অপারেশন করাতে হয়। অপারেশনের পর বাড়িতে ফিরে অনুপমা দেখে, তাকে বনরাজ ও কাব্যার সঙ্গে একই ছাদের নিচে থাকতে হবে। ঠিক এমনই এক সময় রঙ্গমঞ্চে এন আর আই অনুজের প্রবেশ। অনুজ আসায় অনুপমার জীবনে কী কী নতুন রঙ লাগে, সেটাও ইতিমধ্যেই দেখে ফেলেছেন স্টার প্লাস এর দর্শক।

নানা ঘটনা প্রবাহ–ষড়যন্ত্র, সম্পর্কের টানাপোড়েন, ভাঙাগড়ার খেলার মধ্য দিয়ে এগিয়েছে অনুপমার জীবন কাহিনি। একটা সময়ে এসে অনুপমা বোঝে অনুজের মূল্য তার জীবনে কতখানি। অনুপমা ও অনুজের সম্পর্ক যত পরিণতির দিকে পৌঁছয়, তত বনরাজ নিরাপত্তা বোধের অভাবে ভুগতে থাকে। পুরো পরিবার প্রায় অনুপমার সঙ্গে ! কাব্যা চেষ্টা করেও অনুপমার দিক থেকে ছেলেমেয়েকে সরাতে পারে না। আর অনুপমার শ্বশুর হাসমুখ তো শুরু থেকেই তার পক্ষে। অনুপমার পরিবার, তার নিকট ও দূরের আত্মীয়স্বজন, নানা সম্পর্ক, সম্পর্কের শাখাপ্রশাখা, ঘটনার নানা প্রবাহ–এগিয়ে চলে ‘অনুপমা’র পর্বগুলি।

Images 2 9 1
অনুপমা রূপালী 10

বাংলা টেলিভিশনে ইতিমধ্যেই প্রদর্শিত জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র হিন্দি রূপান্তর ‘অনুপমা’  কাহিনির বিন্যাস করেন লীনা গঙ্গোপাধ্যায়। হিন্দিতে লিখেছেন ভাবনা ব্যস। চিত্রনাট্য নমিতা ভর্তক ও জামা হাবিব। ক্রিয়েটিভ ডিরেক্টর কেতকী ওয়ালাওয়াকার। পরিচালনা রমেশ কালরা। অভিনয়ে রূপালী গাঙ্গুলি ছাড়াও আছেন সুধাংশু পান্ডে (বনরাজ), গৌরব খান্না (অনুজ), মদালসা শর্মা চক্রবর্তী (কাব্যা) প্রমুখ। কাপাডিয়া ম্যানসনকে ঘিরে প্রতি পর্বেই নতুন নাটক। আর নতুন টানাপোড়েন অনুপমার জীবনকে ঘিরে। দেখতে হলে চোখ রাখুন স্টার প্লাস এর পর্দায় সোম থেকে শনি রাত ১০টায়। রূপালী তো বটেই, ডিরেক্টরস কাট প্রোডাকসন্স-এর ব্যানারে নির্মিত এই ধারাবাহিকের প্রত্যেক অভিনেতাই স্ব স্ব ক্ষেত্রে নিজেদের উজাড় করে দিয়েছেন । তাই তো ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে প্রায় ৯০০ পর্বের কাছাকাছি পৌঁছে গেছে ‘অনুপমা’। আপাতত টিম অনুপমা হাজার পর্বের অপেক্ষায়। অপেক্ষায় দর্শকও।