পেশাদারিত্বে এগিয়ে দক্ষিণ
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনায় অনেক বেশি পেশাদার দক্ষিণী ফিল্মি দুনিয়া–জানিয়েছেন প্রবীণ অভিনেতা ও পরিচালক অমল পালেকর। মারাঠি ও হিন্দি থিয়েটার ও সিনেমার এই অনন্য ব্যক্তিত্ব বহুমুখী প্রতিভার অধিকারী। সাতের দশকে তাঁর অভিনীত রজনীগন্ধা, ছোটি সি বাত, গোলমাল প্রভৃতি সুপারহিট ভিন্নধারার ছবি অমলকে খুব তাড়াতাড়ি বলিউডে একজন গুণী ও ব্যতিক্রমী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। পেশাদারিত্বের প্রসঙ্গে তাঁর বক্তব্য, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর সময়ের অল্প কয়েকজনই আছেন যাঁরা সময়ের দাম দিতেন। যে দু’চারজন সময়মতো সেটে পৌঁছতেন, নিজেকে তাঁদের অন্যতম বলে দাবি করেন তিনি। অমলের কথায়, বাকি দুজন হলেন দেবানন্দ ও অমিতাভ বচ্চন। দুজনেই সময়ের ব্যাপারে ছিলেন নিখুঁত। ঘড়ি ধরে সেটে পৌঁছে যেতেন। বচ্চন সাহেবের কথা আমাদের জানা ছিল। জানলাম দেবানন্দ সম্পর্কে। কে না জানে, সময় মানে হলো টাকা। বাণিজ্যিক সাফল্যে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি যে সারা দেশের মধ্যে এগিয়ে, তার কারণ এটাই, তারা সময়কে মূল্য দেয়।