Monday, February 3, 2025
৫ফোড়ন

জওয়ানি আবার দিওয়ানি…

তাঁদের প্রেম এবং বিচ্ছেদ–দুইই একটা সময় টক অফ দ্য টাউন ছিল। বি টাউনের বাচ্চা বাচ্চা জানত রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম কাহিনি। মিস্টার রণবীর রোমিও কাপুরের জীবনে অবশ্য দীপিকাই প্রথম ও শেষ নয় ! তাঁর সঙ্গে ক্রমান্বয়ে ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা চোপড়ার নাম শোনা গেছে। ফলে, দীপিকা সিরিয়াস থাকলেও তাঁদের সম্পর্ক ভাঙতে দেরি হয়নি। সম্পর্ক ভাঙায় রণবীরের তেমন কিছু প্রতিক্রিয়া না হলেও, দীপিকা সেই সময় রীতিমতো নার্ভাস ব্রেকডাউনের শিকার হন বলে শোনা যায়।

এরপর দীপিকা রণভীর সিংকে বিয়ে করেন। অন্যদিকে লেডি কিলার, কাপুর খানদানের চিরাগটিও আলিয়া ভাটকে বিয়ে করে, বাবা হয়ে, সুখী সংসারী। এমন এক সময়ই পরিচালক অয়ন মুখার্জির বাম্পার হিট ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র সিক্যুয়েল নির্মাণের খবরে বাজার আবার গরম হয়ে ওঠে। এ ছবিতে রণবীর-দীপিকার জুটি ছিল চূড়ান্ত হিট। গল্পের সূত্রে দ্বিতীয় পর্বেও ওরাই থাকবে। ওরা বলতে সেই চার কলেজ বন্ধু বানি, নয়না, আদি আর অভি। অর্থাৎ চার বন্ধুর ভূমিকায় রণবীর, দীপিকা, কল্কি কোয়েচলিন ও আদিত্য রায় কাপুরও আবার একসাথে।

Images 31
জওয়ানি আবার দিওয়ানি… 5

সিক্যুয়েল প্রসঙ্গে পরিচালক অয়ন মুখার্জি এখনও মুখ না খুললেও, রণবীর জানিয়েছেন ১০ বছর পর ওই চার বন্ধু কে কোথায়, কী অবস্থায় আছে, সেটাই সিক্যুয়েলে প্রাধান্য পাবে। ছবির সিক্যুয়েল নিয়ে খবরটি প্রাথমিক পর্যায়ে বলে, এই বিষয়ে এখনও উৎসাহ দানা বাঁধেনি। কিন্তু জওয়ানি পর্দার বাইরেও আগের মতোই দিওয়ানি হয়ে ওঠে কিনা, তার জল্পনা ভালোই শুরু হয়েছে। আগুনে ঘি ঢেলেছে রণভীর-দীপিকার মন কষাকষির খবর। আর বিয়ে করা বা বাবা হওয়ার সঙ্গে সঙ্গেই রণবীর কাপুরের চরিত্র বদলে যাবে, এমন ভুল ধারণাও করছে না লোকজন। অতএব…!