Monday, February 3, 2025
৫ফোড়ন

পরোটা ও প্যানকেক নিয়ে জমজমাট ভিকি-ক্যাটরিনার দাম্পত্য

একজনের প্রিয় খাবার পরোটা, অন্যজনের পছন্দ প্যানকেক। একজন পাক্কা পাঞ্জাবি। অপরজনের জন্ম ব্রিটেনে। তা হোক, অমিলের মধ্যেই মিল খুঁজে পেয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বলিউডের এই সময়ের সবচেয়ে অপ্রত্যাশিত বিয়ের একটি ছিল ভিকি-ক্যাটরিনার বিয়ে। শুধু যে জন্ম বা বেড়ে ওঠার ক্ষেত্রে ওঁরা বিপরীত পরিবেশ থেকে এসেছেন তা নয়, কেরিয়ার মানচিত্রেও দুজন একেবারেই আলাদা।

Images 122
পরোটা ও প্যানকেক নিয়ে জমজমাট ভিকি-ক্যাটরিনার দাম্পত্য 4

ভিকি নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেন অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে। অভিনয় শুরু ভিন্নধারার ‘লাভ শুভ তে চিকেন খুরানা’ ছবিতে আর জয়যাত্রা আরও অফবিট ছবি ‘মশান’-এর মধ্য দিয়ে। উল্টোদিকে ক্যাটরিনার যাত্রাপথ ঘিরে শুধুই মশালা ছবি। একমাত্র ব্যতিক্রম ‘রাজনীতি’। পরবর্তীকালে ভিকি বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও, ছবির কাহিনি বা তাঁর অভিনীত চরিত্রগুলিকে নিছক বলিউডি নাচা-গানা-একশন মার্কা বলা যায় না। বলা উচিত, অর্থবহ বাণিজ্যিক ছবিতে ভিকি তাঁর অপরিহার্যতার প্রমান রেখেছেন।

প্রসঙ্গত, হারলিন শেঠির সঙ্গে স্বল্প সময়ের প্রেম ও ব্রেকআপের পর ভিকির জীবনে ক্যাটরিনা আসেন। আসেন এবং স্থায়ী আসন পাতেন। অন্যদিকে ক্যাটরিনার সঙ্গে সলমন খানের সম্পর্ক নিয়ে একটা গুজব (?) ছিল বহুকালের ! এটাও ঠিক ক্যাটরিনার কেরিয়ারের ক্ষেত্রে ভাইজানের অবদান সর্বজনস্বীকৃত। তবে, ওঁদের কথায়, দুজনের সম্পর্কে বন্ধুত্বের বিষয়টাই বারবার উঠে এসেছে। একটা সময় রণবীর কাপুরের সঙ্গেও সম্পর্কে জড়ান ক্যাটরিনা। যদিও প্লেবয় রনবীরের বাকি সম্পর্কের মতোই ক্যাটরিনার সঙ্গেও দ্রুত বিচ্ছেদ ঘটে!

Images 132
পরোটা ও প্যানকেক নিয়ে জমজমাট ভিকি-ক্যাটরিনার দাম্পত্য 5

এমন এক অবস্থার মধ্যেই ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার এনগেজমেন্ট ও বিয়ে। ওঁদের পূর্বরাগ পর্ব জনতার (পড়ুন মিডিয়া) অগোচরেই ঘটে। এখন অবশ্য দুজনের নিবিড় সম্পর্কের সাক্ষী তামাম বলিউড। কিছুদিন আগেই  মুক্তি পেয়েছে ভিকি অভিনীত ‘জ়রা হটকে জ়রা বঁচকে’। সেই ছবির প্রচারে এসে নিজের দাম্পত্যের অম্ল-মধুর কাহিনি জানান ভিকি। অপোজিট এট্রাক্টস–এই প্রবাদ সত্য প্রমান করে দিব্যি আছেন ভিকি-ক্যাটরিনা ! যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই বাকি ব্যাকরণ মিথ্যে, মূল রসায়ন হলো ভালোবাসা–একথার প্রমান দূর ভবিষ্যতেও নিশ্চয়ই রাখবেন এই দম্পতি !!