Monday, February 3, 2025
টলিউডলাইম-Light

ম্যাকবেথ-মায়া মুক্ত আগামী শুক্রবার

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। ‘ম্যাকবেথ’ অবলম্বনে পর্দায় ‘মায়া’ সৃষ্টি করেছেন পরিচালক রাজর্ষি দে। লিখেছেন অজন্তা সিনহা

উইলিয়াম শেকসপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে সিনেমার পর্দায় ‘মায়া’ সৃষ্টি করেছেন পরিচালক রাজর্ষি দে। তাঁর দাবি শেক্সপিয়রের রচনা  অবলম্বনে ‘মায়া’ হলো প্রথম বাংলা ছবি আর সেই অবলম্বনেরও একটি ভিন্ন অভিমুখ দেখবেন বাংলার দর্শক এই ছবিটিকে ঘিরে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, “আজ পর্যন্ত যত কাজ করেছি, এটি ছিল তার মধ্যে সবচেয়ে  কঠিন। খুবই চ্যালেঞ্জিং নিঃসন্দেহে। আমার সৌভাগ্য আমি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি ‘মায়া’-কে কেন্দ্র করে।” প্রশ্ন হলো, কোথায় এটি শেক্সপিয়র অবলম্বনের ভিন্ন অভিমুখ বলে দর্শকের অনুভবে ধরা দেবে ? পরিচালকের জবাব, একজন নারীর দৃষ্টিকোণ থেকে ‘ম্যাকবেথ’-কে ব্যাখ্যা করা হয়েছে এই ছবিতে।

“আমার সব ছবিতেই আমি দর্শককে বলতে চেয়েছি ফেমিনিজম মানে নারীকে আরও শক্তিশালী করে তোলা নয়। তাঁরা এমনিতেই শক্তিশালী। যেটা সবচেয়ে জরুরি, সমাজ কীভাবে বিষয়টিকে গ্রহণ বা স্বীকার করছে !”–’মায়া’-র বিষয়কে ঘিরে সাংবাদিক সম্মেলনে এভাবেই মুখর হন রাজর্ষি। ‘ম্যাকবেথ’-এর গল্পে যেভাবে মানুষের লোভ, লালসা, উচ্চাকাঙ্খা, পাপ ও অসাধুতার বিষয়গুলি উঠে আসে, সেভাবেই ‘মায়া’-ও পল্লবিত। গল্পের ভিতর গল্প, সাদা-কালো-ধূসরতার নানা স্তর, অনেকগুলি চরিত্র ও তাদের রসায়ন বহন করবে এই ছবির অন্তরবার্তা। আমরা দেখব মানবচরিত্রের নেতিবাচক দিকগুলো কীভাবে তাদের হৃদয়হীন ও নিষ্ঠুর করে তোলে। ক্ষমতার লোভে যে কোনও স্তরে নামতে পারে লোভী মানুষ।

ডিএসআর এন্টারটেনমেন্ট হাউসের নিবেদনে ছবিটি প্রযোজনা করেছেন দেবদাস ব্যানার্জি ও রোহিত ব্যানার্জি। ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার, খ্যাতনামা চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রফিয়াথ রশিদ মিথিলা–যিনি এই রাজ্যে মিথিলা নামেই অধিক পরিচিত। ‘মায়া’-র হাত ধরেই টলিউড ডেবিউ ঘটছে তাঁর। এছাড়াও অভিনয়ে আছেন তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কনীনিকা ব্যানার্জি, সুদীপ্তা চক্রবর্তী, রনীতা দাশ, রাতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা ব্যানার্জি, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, গৌরব চ্যাটার্জি, রাহুল অরুণোদয় ব্যানার্জি, অনিন্দ্য চ্যাটার্জি, ঈশান মজুমদার, রোহিত ব্যানার্জি, অসীম রায়চৌধুরী ও কান সিং সোধা।

‘মায়া’-র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ইবং ঈপ্সিতা ও পরিচালক রাজর্ষি দে স্বয়ং। মিউজিক কম্পোজ করেছেন রণজয় ভট্টাচার্য। প্লেব্যাকে আছেন রূপঙ্কর, সোমলতা ও উজান। মিউজিক কোম্পানি সারেগামা। সম্প্রতি কলকাতার ডাবল ডাউন ব্রুপাব এন্ড কাফে-তে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক রাজর্ষি দে, ছবির সমস্ত অভিনেতা ও ক্রু মেম্বারগণ। ছবি সম্পর্কে যথেষ্ট আশাবাদী তাঁরা সকলেই। দর্শকও অপেক্ষায়। ‘মায়া’ মুক্তি পাচ্ছে আগামী ৭ই জুলাই।