Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

‘অন্য উপত্যকা’য় অন্য ভাস্বর

পেশার ক্ষেত্রে তিনি একজন অভিনেতা। বাংলা বিনোদন দুনিয়ায় অত্যন্ত চেনা নাম। দীর্ঘদিন বিনোদন সাংবাদিকতায় থাকার সূত্রে এই জগতের যাঁদের সঙ্গে সম্পর্কটা ব্যাক্তিগত পর্যায়ে চলমান, ভাস্বর চট্টোপাধ্যায় তাঁদেরই একজন। তিনি যে লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়, এই তথ্য জানা ছিল। ভাস্বরের লেখা ছোটগল্পের দুটি সংকলনও রয়েছে। দুটিই প্রকাশিত হওয়ার পর বেশ প্রশংসিতও হয়। কিন্তু এমন একটি উপন্যাস পড়ার সুযোগ ঘটবে তাঁর কলমে, এতটা সত্যিই আশা করিনি। বিষয় নির্বাচন থেকেই অভিনবত্ব খুঁজে পাওয়া যায়, ভাস্বরের ‘অন্য উপত্যকা’ উপন্যাসে।

প্রসঙ্গত, এটি তাঁর লেখা প্রথম উপন্যাস। আর প্রথমেই বাজিমাত। পটভূমি যেখানে উপত্যকা এবং পরিবেশ সৃষ্টিতে থ্রিলারের অমোঘ আয়োজন, সেখানে অবধারিত ভাবে কাশ্মীরের ছবিটাই ভেসে আসে আমাদের মনে। তবে, এ কাশ্মীর আমাদের আশৈশব চেনা ভূস্বর্গ নয়। এই কাশ্মীরের শরীরে জড়ানো রহস্য-রোমাঞ্চের ধূসর আবরণ। গত কয়েক দশক ধরে এখানকার প্রকৃতি ও মানুষের ওপর যেটা ঘটে চলেছে, তা অনেক দূর থেকে আমরা খবরে পড়ে কল্পনাও করতে পারি না। সেই অনুষঙ্গেই এই উপন্যাস আমাদের বেশ কিছু প্রশ্নের মুখে দাঁড় করায়। আমাদের উদাসীনতা লজ্জিত করে আমাদেরই।

এখানে একটা কথা বলা দরকার, ফিকশন মানেই কাল্পনিক, এটা সর্বৈব সত্যি নয়। অনেক সময়েই কল্পনার মোড়কে থাকে সত্যের বীক্ষণ ! ভাস্বরের লেখা এই থ্রিলারেও পাঠক সেই নির্যাস পাবেন।  এই উপন্যাসে কল্পিত কাহিনির আড়ালে লুকোনো উপলব্ধিজাত গভীরতা পাঠক সহজেই অনুভব করতে পারবেন। উপত্যকার অন্তরে কোন সত্য ক্ষততে পরিণত হয়ে রক্তাক্ত করে চলেছে ইতিহাসকে, গল্পচ্ছলেই তাকে বড় মরমি অনুভবে ছুঁয়েছেন লেখক এই উপন্যাসে। ঝরঝরে, গতিশীল মেজাজে লিখিত এই উপন্যাস পড়াকালীন পাঠক সহজেই কাশ্মীরে আগত আদিত্য সিনহার টানটান রহস্যময় যাত্রার সঙ্গী হয়ে যাবেন, গ্যারান্টি দিচ্ছি।

বইটির প্রকাশক কলকাতার শ্যামাচরণ দে স্ট্রিটের বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড। ছাপা মোটামুটি নির্ভুল। কৃষ্ণেন্দু মন্ডলের প্রচ্ছদটি বিষয়ানুগ। এ বছর কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে ‘অন্য উপত্যকা’। গত এপ্রিল ও মে মাসে যথাক্রমে এর দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ প্রকাশিত। উৎসাহীরা অনলাইনে কিনতে চাইলে আমাজনে সার্চ করতে পারেন। দাম ১৯৯ টাকা।