দেশে বিদেশে ‘শেকড়ের গানে’ মহুল ব্যান্ড
এই করোনা মহামারীর প্রকোপে সারা বিশ্বে মঞ্চে অনুষ্ঠান প্রায় বন্ধ। কিন্তু শিল্পীরা কখনোই তাদের শিল্প চর্চা বা শিল্প কলা থেকে বিরত থাকতে পারেন না। তাই এখন শিল্পীদের একমাত্র ভরসা অনলাইন অর্থাৎ ভার্চুয়াল প্রোগ্রাম আর সেটা দেশেই হোক বা বিদেশে । ঠিক এরকমই একটি অনুষ্ঠান ‘শেকড়ের গানে’ অনুষ্ঠিত হল টরেন্টোর দেশে-বিদেশ টিভির তত্ত্বাবধানে। দেশে-বিদেশ টিভির সহযোগিতায় মহুল ব্যান্ডের পরিবেশনায় গত ২0 শে আগষ্ট, ২০২১ সম্প্রচারিত হল একটি ভার্চুয়াল লোকসংগীত এর অনুষ্ঠান ‘শেকড়ের গানে’। লোকগান মানেই মাটির গান, লোকসংগীত মানেই শেকড়ের সাথে সংযোগ। তাই দেশে-বিদেশ টিভির এই Exclusive ভার্চুয়াল অনুষ্ঠানে শেকড়ের সাথে সংযোগ স্থাপন করতেই ‘শেকড়ের গানে’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহুল ব্যান্ডের প্রাণপুরুষ প্রখ্যাত সঙ্গীতশিল্পী পার্থ ভৌমিক। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরো অনেক শিল্পীরা। উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মের শিল্পী ও পার্থ ভৌমিক এর সুযোগ্য পুত্র সোহম ভৌমিক, আরো উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সোনাই সেন ও মন্দিরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অনিন্দিতা চ্যাটার্জী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বাউল সূর্য্যলাল দাস।