Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

আগস্ট জুড়ে রত্নার ছবির প্রদর্শনী

শিল্পী রত্না বোসের ছবির প্রদর্শনী শুরু হয়েছে গোলপার্কের ‘ট্রাইব ক্যাফে’‌-তে। থাকবে পুরো আগস্ট মাস। এই ক্যাফে-কে কপিশপ বলতে পারেন। আবার আর্ট গ্যালারিও বলা যায়। ইচ্ছে হলে, লাইব্রেরিও ভাবতে পারেন। আসলে, এক ছাদের তলায় অনেককিছু। এখানে এসে ইচ্ছেমতো গল্প করুন। কফি খেতে খেতে মনে হলো, কয়েকটা বই একটু নেড়েচেড়ে দেখা যাক। এবার আসি ছবির কথায়। দেওয়ালজুড়ে নানা ছবির প্রদর্শনী। আপনি আপন মনে দেওয়ালের ছবি দেখুন। হাতের সামনে শিল্পীকেও পেয়ে যেতে পারেন। কোন ছবির কী মানে, কোন ছবি কী বার্তা দিচ্ছে–শিল্পী আপনাকে বুঝিয়ে দেবেন।

এবার রত্নার ছবির প্রসঙ্গে আসি। দেওয়াল জুড়ে নানা আঙ্গিকের প্যাঁচা। আপাতভাবে, এই প্রাণীটি আমাদের দৃশ্যের কিছুটা আড়ালেই থাকে। রাত জাগা সেই পাখিরই নানা বিভঙ্গ এখানে। আজকাল মোবাইল হাতে আমাদের রাতগুলোও কী কখনও আধো ঘুমে, আধো জাগরণে, গভীর থেকে গভীরতর হয়ে ওঠে না !‌ সেই অর্থে আমরাও তো রাতজাগা পাখিই। সেদিক থেকে, একটা আত্মিক সম্পর্ক বোধ হয় থেকেই যায়। নানা অভিব্যক্তিতে রত্নার সেই প্যাঁচারাই ধরা দিয়েছে ক্যাফের দেওয়ালে। ইচ্ছে হলে, এমন একটি ছবি আপনিও সংগ্রহ করতে পারেন। ক্যাফে খোলা থাকে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।