Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

বিষয়-বৈচিত্র্যে ভরপুর আড্ডা

পেশায় ওরাল সার্জেন, নেশায় বাইকার ও ক্যারাটে চ্যাম্পিয়ন! ডাঃ শিবালিক মুখার্জি–একটু ভিন্নধারার এই অতিথি হাজির আমাদের আজ সন্ধ্যার ননস্টপ আড্ডায়। শুনব তাঁর পেশা সংক্রান্ত নানা অভিজ্ঞতার কথা এবং অ্যাডভেঞ্চারের দুরন্ত কাহিনি। গত শুক্রবার আমাদের আড্ডার শিরোনাম ছিল ‘শ্রাবণের বাইশে’। ক্যালেন্ডারের হিসেবে আমরা পার করে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস। সেই গভীর বিদায়বেলার শ্রাবণদিনের গাথা লেখা হয়েছে কালের যাত্রাপথে। সে যে শুধুই বিদায় নয়। সে যে বারবার ফিরে আসা। দিনটিকে তাঁর দর্শনের অনুষঙ্গেই পালিত হলো, অনুষ্ঠানের দুই অতিথি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী গৌতম মিত্র ও চিত্র পরিচালক শুক্লা মিত্রর উপস্থিতিতে। কথায়-গানে এক না-ভোলা সন্ধ্যা উপহার দিলেন ওঁরা। ভাবনা ও সঞ্চালনা অজন্তা সিনহা। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।