মহা সমারোহে প্রকাশিত হলো ‘ছোটোদের চাঁদের হাসি বার্ষিকী ২০২৩’
সম্প্রতি বিধাননগর রবীন্দ্র-ওকাকুরা ভবনে গুণীজন সমাবেশে মহাসমারোহে প্রকাশিত হলো ‘ছোটোদের চাঁদের হাসি বার্ষিকী ২০২৩’। এই সন্ধ্যায় ৭৫ জন শিশুর নাচ-গান-আবৃত্তিতে মুখর হয়ে ওঠে সভাঘর। সাহিত্য-সংস্কৃতি-শিল্পকলা ক্রীড়া ইত্যাদি বিভিন্ন জগতের বিশিষ্টজন একসাথে প্রকাশ করেন ‘ছোটোদের চাঁদের হাসি বার্ষিকী ২০২৩’। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ছন্দা চট্টোপাধ্যায় দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন–আগামী বছর উদ্ভাস শিশু ভাবনা কেন্দ্র এবং ছোটোদের চাঁদের হাসির কুড়ি বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে সারা বছর ধরে নানান অনুষ্ঠান এবং ‘ছোটোদের চাঁদের হাসি’র কুড়ি বছরের সেরা সংকলন প্রকাশ করা হবে। এছাড়া আগামী ১৪ই নভেম্বর ২০২৩, শিশুদিবস থেকে ‘ছোটোদের চাঁদের হাসি’ ডিজিটাল মাধ্যমেও প্রকাশিত হবে মাসিক পত্রিকা হিসেবে।
প্রতিবছরের মতো এবারও ডাঃ আদিত্যকুমার ঠাকুর স্মৃতি সম্মান জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হয় বিশিষ্টজনকে। এ বছর সম্মাননা পেলেন শ্রদ্ধেয় শিক্ষাবিদ ও লেখক পবিত্র সরকার এবং কিংবদন্তী সাঁতারু বুলা চৌধুরী। ‘ছোটোদের চাঁদের হাসি’র শ্রেষ্ঠ কবিতার জন্য পুরস্কৃত করা হয় কবি সুখেন্দু মজুমদারকে। অধ্যাপক অরুণকুমার বসু স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় কবি ও প্রাবন্ধিক সুবীর ঘোষের হাতে। দেবেন্দ্রনাথ চ্যাটার্জী স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয় বিশ্বভারতীর নৃত্য বিভাগের অধ্যাপক নৃত্যগুরু ও নৃত্যশিল্পী মাধুরী সিনহাকে। সংস্থার সভাপতি কবি শ্যামলকান্তি দাশ সাহিত্য অকাদেমি প্রদত্ত ‘বাল সাহিত্য ২০২৩’ পুরস্কারে সম্মানিত হয়েছেন। সংস্থার পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা জানানো হয়। সবশেষে পরিবেশিত হয় ছোটোদের নৃত্যনাট্য ‘বাঘু ‘। নিজস্ব প্রতিনিধি