Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

প্রকাশিত হচ্ছে ‘সকলই বিমল’

তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। নানা গুণের আধার। শুধু চলচ্চিত্র অভিনেতাই নন, বিমলচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন আপাদমস্তক গ্রন্থপ্রেমী, সঙ্গীতজ্ঞ, আড্ডাপ্রেমী, সংগ্রাহক মানুষ। বিখ্যাত আইনজ্ঞ ও সাংসদ জাস্টিস এন. সি. চ্যাটার্জি তাঁর বড়দা। বাড়িতে যাতায়াত ছিল ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন, চিত্তরঞ্জন দাশ প্রমুখ বিখ্যাত মানুষের। দাদার হাত ধরেই, শ্যামাপ্রসাদ মুখার্জির ছায়াসঙ্গী হয়ে যৌবনে রাজনীতি করেছেন। কিন্তু মন টেকেনি। নিজেকে নিয়োজিত করেছিলেন সুরের সাধনায়। প্রখ্যাত তবলিয়া মজিদা খাঁর কাছে নাড়া বাঁধেন। বাজাতে পারতেন বিভিন্ন বাদ্যযন্ত্র। 

বাড়িতে প্রায়ই জলসার আসর বসাতেন বিমলচন্দ্র। সেই সূত্রে বাড়িতে আসতেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, রবিশঙ্কর, আলী আকবর খাঁ, জ্ঞানপ্রকাশ ঘোষ, পঙ্কজ মল্লিক, হীরু গাঙ্গুলি, হেমন্ত মুখোপাধ্যায়, পাহাড়ী সান্যাল প্রমুখ ভারতবর্ষের তাবড় গাইয়ে-বাজিয়েরা। কাজী নজরুল, দাদাঠাকুর, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, মধু বসু, ধীরাজ ভট্টাচার্যের সঙ্গে ছিল তাঁর নিয়মিত সখ্যতা। তাঁর পঁয়ত্রিশ বছর বয়সে কলকাতায় হাজরা পার্কে ১৯৪৯ সালে ভারতে প্রথম শ্রী অরবিন্দ আবির্ভাব মহোৎসবের সূচনা করেন বিমলচন্দ্র। 

Img 20230930 Wa0042
প্রকাশিত হচ্ছে 'সকলই বিমল' 3

১৯৬৮ সালে গড়ে তোলেন কলকাতায় পশ্চিমবঙ্গ প্যারাসাইকোলজিক্যাল সোসাইটি, যার আজীবন সদস্য ছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। এরই ফলশ্রুতিতে সত্যজিৎ রায় লেখেন ‘সোনার কেল্লা’ উপন্যাস। ‘সোনার কেল্লা’ চলচ্চিত্রায়িত হবার সময় বন্ধু বিমলচন্দ্রকে তিনি অভিনয় করান উকিল শিবরতন মুখার্জির ভূমিকায়। এরপর জন-অরণ্য, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে-তে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। মৃণাল সেনের ‘খারিজ’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও বহু সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বিমলচন্দ্র। 

এই অতুলনীয় মানুষটিকে নিয়ে একটি আকর গ্রন্থ প্রকাশিত হতে চলেছে আগামিকাল বিকেল চারটায়, শ্রীঅরবিন্দ ভবন, থিয়েটার রোডে। ‘সকলই বিমল’ শিরোনামের এই বইটির প্রকাশক পত্রভারতী। এই বইটিতে বিমলচন্দ্রের নিজস্ব লেখা তিনটি নিবন্ধ আছে। বিখ্যাত গুণীজনেরা বিমলচন্দ্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। থাকছে বিমলচন্দ্রকে লেখা প্রখ্যাত মানুষদের চিঠির সংকলন। সঙ্গে বিমলচন্দ্রকে নিয়ে লেখা কবিতার সম্ভার, বিখ্যাত ব্যঙ্গচিত্রীদের আঁকা ব্যঙ্গচিত্র ও অজস্র ছবি। বই প্রকাশের সঙ্গে থাকবে শ্রী অরবিন্দ ভবন ও কলকাতা কথকতা আয়োজিত বিশেষ প্রর্দশনী (আজ থেকে ৯অক্টোবর পর্যন্ত, বিকেল ৪-৮টা)–বিষয় শ্রী অরবিন্দ ও সমসাময়িক দেশ-কাল-সমাজ, একটি পুনর্নির্মাণ এবং ফিরে দেখা সত্যজিৎ রায়। 

অসাধারণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা হলেন চিরঞ্জিত চক্রবর্তী, পি সি সরকার জুনিয়র, অলকানন্দা রায়, বরুণ চন্দ, উৎপলেন্দু চক্রবর্তী, চন্দনা বন্দোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, মানসী রায় চৌধুরী, শঙ্করলাল ভট্টাচার্য, রজতাভ দত্ত, চন্দন সেন, পার্থসারথি দেব, মল্লার ঘোষ, অনুশীলা বসু, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, মলয় রায়, সুদেষ্ণা রায়, বিপ্লব বন্দোপাধ্যায়, কিন্নর রায়, বিশ্বনাথ বসু, ত্রিদিব চট্টোপাধ্যায়, রাজীব গাঙ্গুলি, সঞ্জীব সরকার প্রমুখ।                   নিজস্ব প্রতিনিধি