Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

মন ভালো করা ‘ছোটোদের চাঁদের হাসি’

ব্যাক্তিগত সংযুক্তির জায়গা থেকেই জানি, তিল তিল করে কত যত্ন ও পরিশ্রমে একটি পত্রিকাকে বাঁচিয়ে রাখতে হয়। বিশেষত, শিশু-কিশোর পাঠকদের জন্য এ কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং ! দুই দশক ধরে ধারাবাহিক ভাবে প্রকাশিত ‘ছোটোদের চাঁদের হাসি’র প্রতিটি সংখ্যায় শুধু যত্ন ও পরিশ্রম নয়, এক অনাবিল সৃজনশীলতা ও শিশু-কিশোর পাঠকদের জন্য আন্তরিক অনুভবের জায়গাটি প্রকাশ পায়। এ বাবদ পত্রিকার সম্পাদক ছন্দা চট্টোপাধ্যায় নিশ্চয়ই অভিনন্দিত হবেন। ‘ছোটোদের চাঁদের হাসি বার্ষিকী ২০২৩’ হাতে পাওয়ার পর এই যাবতীয় অনুষঙ্গকে ঘিরেই মনটা বেশ ভালো হয়ে গেল।

প্রতি সংখ্যার মতো এই সংখ্যার ডালিতেও রয়েছে বৈচিত্র্য ও বৈভবযুক্ত বেশ কিছু সম্ভার। প্রথমেই ছড়া ও কবিতা নিয়ে বলব। সাহিত্যের এই ক্ষেত্রটিতে ঘিরে রয়েছে নানা আয়োজন। চিরন্তনী ছড়া-কবিতা বিভাগে পাবেন রঙ্গলাল বন্দোপাধ্যায়ের ‘স্বাধীনতা’, মনোমোহন বসুর ‘নদী ও সময়’, গিরীন্দ্রমোহিনী দাসীর ‘মা ও ছেলে’ এবং গুরুসদয় দত্তর ‘তরুণ’। দীর্ঘ ছড়া-কবিতা রয়েছে দু’টি। স্থান পেয়েছে চারজন কবির জোড়া ছড়া-কবিতা। ছড়া-কবিতায় আছে ২৩টি ছড়া ও কবিতা। আছে একটি ছড়া-নাটিকা।

রয়েছে দুটি বিশেষ রচনা–অশোককুমার মিত্রের ‘অথ রামমোহন কথা’ ও শক্তিসাধন মুখোপাধ্যায়ের ‘বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’। দু’টি রচনাই সমৃদ্ধ ও সুখপাঠ্য। নানা স্বাদের গল্পগাথায় আছে ১৬টি ছোট-বড় গল্প, যা বেশ বর্ণময় ও আকর্ষণীয়। পাঠকের অন্যতম সেরা প্রাপ্তি হতে পারে ছন্দা চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস ‘সত্যিকথা’। জানা-অজানা বিভাগে রয়েছে দু’টি রচনা–তার মধ্যে অশোককুমার মিত্রের লেখা ‘টাঁকশাল’ বিশেষ উল্লেখযোগ্য।

এছাড়াও নিয়মিত বিভাগের মধ্যে নজর কেড়ে নেয় দু’টি বিজ্ঞানের গল্প, দু’টি নাটক, খেলা বিভাগ, ‘জানো কি ? জেনে নাও !’ ও কৌতুক নকশা। ‘তোমাদের পাতা’য় সাগ্নিক দে’র লেখা ‘ইউরোপের ছোট্টো দেশ সুইডেন’ আর সৃজন শীলের ‘একটাই পৃথিবী’ ভবিষ্যত প্রজন্মের সম্পর্কে আশাবাদী করে তোলে। মন ভালো করে দেয় ছোটদের আঁকা ‘আপনমনে ছবি আঁকি’ বিভাগটি। উদ্ভাস শিশু ভাবনা কেন্দ্র প্রকাশিত ‘ছোটোদের চাঁদের হাসি বার্ষিকী ২০২৩’র মুদ্রক শিবানী প্রিন্টিং। পরিবেশক পুনশ্চ। দাম ২০০ টাকা।