Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নতুন গান ওটিটির

ফেব্রুয়ারী মাস মানেই মনে রঙীন বসন্ত। উইক আর সবশেষে ভ্যালেন্টাইনস ডে-র সেনসেশন ক্রমবর্ধমান(Bengali Valentine’s Day)। চলতি বছরে উপরি পাওনা একই দিনে বাঙালির ভ্যালেন্টাইনস ডে তথা সরস্বতী পুজো। তবে সবটাই ফিকে যদি মনের মতন গান না থাকে‌। পুরোনো গান তো আছেই, পাশাপাশি নতুন গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন শ্রোতারা।

ডি. আর. পি. মেলোডিজ এর প্রযোজনায় অডিও প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে “মহব্বত দোবারা”। গানটি গেয়েছেন এই প্রজন্মের তরুণ শিল্পী কৌস্তভ কর্মকার। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন তিনি নিজেই। গানটির কথা লিখেছেন এবং মিউজিক কম্পোজ করেছেন দেবু মণ্ডল। কে কে ষ্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। সমস্ত অডিও ওটিটি প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি Bengali Valentine’s Day।