এই বছরের সরস্বতী পুজোয় ওটিটি সলিউশনস এর পক্ষ থেকে নিবেদন ‘বাগেশ্বরী মা সরস্বতী’
২০২৪, ১৪ ই ফেব্রুয়ারী। স্বভাবতই ১৪ ই ফেব্রুয়ারী মানেই প্রেমদিবস ( valentine’s )। তবে চলতি বছরে একই দিনে ছিল সরস্বতী পূজা। হিন্দু শাস্ত্রমতে শেতাম্বরী বীণাপাণি সঙ্গীত ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। দেবীকে তাই গীতমাল্য নিবেদন করলেন বিশিষ্ট সঙ্গীতমনস্ক ব্যাক্তিত্ব বিভবেন্দু ভট্টাচার্য। সুরবৈভব নামের ইউটিউব চ্যানেলে তাই সরস্বতী পুজো উপলক্ষে মুক্তি পেয়েছে নতুন গান ‘বাগেশ্বরী মা সরস্বতী’। (Make it Special this Valentine’s day)
পেশাগতভাবে বিভবেন্দু একজন শিক্ষক। তবে নিছক বাঁধাধরা শিক্ষার বেড়াজাল কাটিয়ে মেলবন্ধন ঘটিয়েছেন শিক্ষা ও সংস্কৃতির। সঙ্গীত অন্তঃপ্রাণ এই ব্যক্তিত্ব লণ্ডনের মিউজিক কলেজ থেকে পিয়ানো শেখেন। কাজ করেছেন নানান বিখ্যাত চ্যানেলে। স্টার জলসা, জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণি সহ অন্যান্য অনেক ধারাবাহিকে তিনি প্লেব্যাক করেছেন। জনপ্রিয় ভারতীয় মিডিয়া এবং বিনোদন সংস্থা SVF-এও ভোকালিস্ট, কম্পোজার ও সঙ্গীত আয়োজক হিসেবে নানান কাজ করেছেন ।
সদ্য মুক্তিপ্রাপ্ত তার এই গানটি নেট দুনিয়ায় অভূতপূর্ব সাড়া ফেলেছে। বিপুল প্রশংসা কুড়িয়েছে শ্রোতামহলে। কথা ও সুর দিয়েছেন অমিতাদিত্য স্যান্যাল। গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন বিভবেন্দু নিজেই। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।