সুভাষচন্দ্র : অন্তর্ধান, প্রত্যাবর্তন ও অন্বেষণ|দীপায়ন রায়চৌধুরী|প্রজ্ঞা পাবলিকেশন | পাঠ প্রতিক্রিয়া
জানালেন – শ্রী দীপঙ্কর মুখোপাধ্যায় (ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রাক্তন আধিকারিক তথা “কলকাতার ভূত” বা “নাম গুম যায়ে, নেতাজি: সত্য, মিথের মাঝখানে”-র লেখক)
বই – সুভাষচন্দ্র : অন্তর্ধান, প্রত্যাবর্তন ও অন্বেষণ
জঁর – নন-ফিকশন
লেখক – দীপায়ন রায়চৌধুরী
প্রকাশক – প্রজ্ঞা পাবলিকেশন
রয়্যাল হার্ড বাউন্ড
পৃষ্ঠা সংখ্যা :৭২৮
মূল্য : ₹ ৮৯০/-
আপনার মহাগ্রন্থ শেষ করতে বড্ড দেরী করে ফেললাম। কিন্তু সুভাষচন্দ্র : অন্তর্ধান, প্রত্যাবর্তন ও অন্বেষণ এ বই তো গবগব করে গেলার মতো নয়। বারবার থেমে, পিছিয়ে গিয়ে আবার সূত্রটি তুলে ধরতে হয়। আমার নিজের সামান্য পড়াশোনার ভিত্তিতে বলতে পারি এখনও বাংলা বা ইংরেজীতে এর চেয়ে সার্বিক বই নেতাজী রহস্যের বই লেখা হয়নি। কোনো তুলনামূলক আলোচনায় যাবো না। কিন্তু এ বই পড়লে এ বিষয়ে আর কিছু না পড়লেও চলে। শুধু অন্তর্ধান নয়, আরও কিছু সম্পর্কিত বিষয় নিয়েও আপনি আশ্চর্য খোলামেলা। দেশের অন্যান্য নেতৃবৃন্দ, জাতির পিতা, খুড়ো, মামাদের বিষয়েও আপনি একই রকম অকপট। অদ্ভুত বেগবতী আপনার ভাষা, তথ্য ও তত্ত্বের মরুবালুরাশিতে তা কখনো পথ হারায়নি। আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।আমার মত প্রকাশের বিলম্বের ত্রুটি মার্জনা করবেন।
—————————-
প্রাপ্তিস্থানঃ
- প্রজ্ঞা পাবলিকেশনের নিজস্ব বিপণী। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, প্যারামাউন্টের ঠিক বিপরীতে।
- ঘরে বসেই বইটি হাতে পাওয়ার জন্য WhatsApp করুন 9147364898 – এই নম্বরে।
অন্যান্য প্রাপ্তিস্থান –
- দে বুক স্টোর (দীপুদা)
- জানকী বুক ডিপো (সুখরঞ্জন দা)
- বইবন্ধু