আসছে বনবিবির প্রথম গান
১ লা মার্চ প্রেক্ষাগৃহে আসতে চলেছে রাণা সরকার নিবেদিত এবং ডিসিএম ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবি ‘বনবিবি‘ BanBibi । ছবিটির পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। পার্ণ মিত্র, আর্য দাশগুপ্ত, সোহিনী সরকার, রুপাঞ্জনা মিত্র, দিব্যেন্দু ভট্টাচার্য সহ আরো অনেক প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির মিউজিক ডিরেক্টর সৌম্যদীপ সিকদার এবং সপ্তক সানাই দাশ। বনবিবির টিজার প্রকাশের পর সিনেমার পাশাপাশি গানের জন্যও অধীর আগ্রহে চলছে দিন গোনা।
ডিসি মিউজিকের ব্যানারে সব অডিও প্ল্যাটফর্মে পাওয়া যাবে গানটি। ডিজিটাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। সূত্রের খবর, BanBibi চলতি সপ্তাহান্তে ১০ই ফেব্রুয়ারি ছবির প্রথম গান মুক্তি পেতে চলেছে। গানটির নাম ‘বন্য প্রেমের গান‘। সুন্দরবনের প্রচলিত লোককাহিনী অবলম্বনে গানটির কথা লিখেছেন ভাস্কর মুখার্জি। গানটি গেয়েছেন সপ্তক সানাই দাশ এবং মিউজিক কম্পোজ করেছেন প্রতীক কুণ্ডু। সমস্ত অডিও এবং ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাবে। ছবির প্রথম ঝলকের মত প্রথম গানও কি শ্রোতাদের মনে জায়গা করে নেবে? আপাতত তা নিয়েই চিন্তিত সিঙ্গার থেকে কম্পোজার সকলেই।
বনবিবি একটি সুন্দরবনের কাহিনীর উপর ভিত্তি করে তৈরি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রে সুন্দরবনের বাসিন্দাদের জীবন, জীবনযাপন, জীবনধারা, রীতিরঙ্গ, রীতি এবং নির্দিষ্ট অপরাধের কিছু দিক দেখানো হয়েছে। একটি প্রাচীন গার্ডিয়ান স্পিরিট, যাকে সুন্দরবনের বাসিন্দারা পূজা করে। তারা সাধারণভাবে মধু সংগ্রহকারী এবং কাঠকাটা করতে যাওয়ার আগে তাকে সুন্দরবনে প্রবেশ করার আগে পুকানো হয়।
রইল বনবিবির টিজারের ইউটিউব লিঙ্কঃ