Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

“Nandita Exclusive” -এর নতুন উপস্থাপনা “তোমার খোলা হাওয়া”

কবিপক্ষের আবহে দর্শক ও শ্রোতাদের আবারো এক নতুন উপহার দিল “Nandita Exclusive”। কবিগুরুর গানের সাথে বিশেষ আকর্ষণ বহমান স্রোতস্বিনী ও প্রকৃতির স্নিগ্ধ রূপ। কখনো মাঝি নদীর বুকে নৌকা দাঁড় চালিয়েছেন কখনোবা ছইয়ের ভেতর বসে শিল্পী আপন খেয়ালে গেয়ে চলেছেন “তোমার খোলা হাওয়া”। গানটি রবীন্দ্রসঙ্গীতশিল্পী নন্দিতার নিজের কন্ঠে গাওয়া। মিউজিক ডিজাইন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক অমিত ব্যানার্জী। সপ্তাহান্তে ইতিমধ্যেই শ্রোতারা প্রশংসায় মুখরিত। সকলেই এই প্রচেষ্টাকে সাধুবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
যদি আপনি এখনো গানটি না শুনে থাকেন তাহলে অবশ্যই ক্লিক করুন নীচের লিংকটিতে।