Monday, February 3, 2025
তবু অনন্ত জাগে

বেঁচে থাকবেন সৃষ্টির মধ্যে

লিখেছেন ছন্দা চট্টোপাধ্যায়

অতিমারীর আবহে আরও এক নক্ষত্রপতন ! চলে গেলেন কিংবদন্তী কমিক-স্ট্রিপ লেখক, কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ ! সঙ্গে নিয়ে গেলেন কয়েক প্রজন্মের বাঙালির অমল শৈশব। হাওড়া জেলার শিবপুরে ১৯২৫ সালের ২৫ নভেম্বর তিনি এক স্বর্ণ ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ভিসুয়াল আর্ট-এর প্রতি তাঁর চরম আকর্ষণ ছিল। তাই পরবর্তীকালে কলকাতার ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি হন । পাঁচ বছর শিক্ষার্থী হিসেবে থাকার পরে ডিগ্রি অর্জনের আগেই ফাইনাল ইয়ারে  কলেজ ছেড়ে দেন ।

এরপরে ফ্রিলান্সার হিসেবে যোগ দেন বিখ্যাত প্রকাশনী সংস্থা দেব সাহিত্য কুটিরে। দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত জনপ্রিয় ছোটোদের পত্রিকা ‘শুকতারা’ এবং অন্যান্য ছোটোদের বইয়ের জন্য অলঙ্করণের কাজ করতেন তিনি । ১৯৬২ সালে দেব সাহিত্য কুটিরের অনুপ্রেরণায় বাংলাভাষায় কমিক স্ট্রিপ লেখক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন নারায়ণ দেবনাথ । তাঁর আঁকা, লেখা এবং চরিত্র-চিত্রণে শুরু হলো কমিক স্ট্রিপ ‘হাঁদা ভোঁদা ‘র পথচলা । সুদীর্ঘ ৫৩ বছর ধরে অব্যাহত ছিল সেই পথচলা । হাঁদা ভোঁদা দীর্ঘতম কমিক স্ট্রিপ হিসেবে রেকর্ড তৈরি করেছে ।

প্রসঙ্গত, মাসিক পত্রিকা ‘শুকতারা’-য় আত্মপ্রকাশের পর থেকেই পাঠকের সমাদর কুড়িয়ে নিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিল ‘হাঁদা ভোঁদা’ কমিক স্ট্রিপ। একটি রোগা এবং একটি মোটা চেহারার দুটি ছেলে হাঁদা ও ভোঁদার নানান ধরণের দুষ্টুমির সচিত্র গল্পই ‘হাঁদা ভোঁদা’র মূল বিষয় । এরপরে শুকতারাতেই ধারাবাহিকভাবে প্রকাশিত হয় নারায়ণ দেবনাথের আরেকটি কমিক স্ট্রিপ–বাঁটুল দি গ্রেট এবং এটিও  তুমুল জনপ্রিয়তা পায়।

Narayan Debnath1

জানা যায় এক সুপারহিরোকে প্রধান চরিত্র বানিয়ে কমিক স্ট্রিপটা লিখতে চেয়েছিলেন তিনি । তাঁর ভাবনায় ছিলেন তাঁর বন্ধু প্ৰখ্যাত ব্যায়ামবিদ মনোহর আইচ। বাটুল দি গ্রেট যেন তেমনই এক চরিত্র, সে প্রচন্ড শক্তিশালী, পৃথিবীকে তুলে ধরার ক্ষমতা রাখে সে, গোলা-বারুদ-মিসাইল তাকে বিদ্ধ করতে পারে না । তাঁর এই সুপারহিরোকে বাংলা দেশের মুক্তি সংগ্রামেও পাঠান লেখক । চারপাশের জীবন এভাবেই সংপৃক্ত হয় তাঁর কমিক কাহিনীর মজাদার প্রেক্ষাপটে।

১৯৬৯ সালে নারায়ণ দেবনাথের আরেকটি জনপ্রিয় কমিক স্ট্রিপ ‘নন্টে ফন্টে’ ধারাবাহিকভাবে শুরু হয় প্ৰখ্যাত মাসিক পত্রিকা ‘কিশোর ভারতী’-তে। এখানে মূল চরিত্র নন্টে ও ফন্টে বোর্ডিং-এ থেকে পড়াশুনো করে। ওদের চেয়ে বয়সে বড়ো সহপাঠী কেল্টুদার ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। এছাড়া আছেন বোর্ডিং সুপার। তাঁর পূর্বাপর বাকি সব কার্টুনচিত্রের মতোই এতেও রয়েছে দেদার নির্মল মজা।

রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ উপলক্ষে নারায়ণ দেবনাথ রবীন্দ্রনাথের ছোটবেলার নানান গল্প নিয়ে ৫০ পর্বের কমিক স্ট্রিপ ‘রবি ছবি’ লিখেছিলেন সাপ্তাহিক ‘আনন্দমেলা’ পত্রিকায় । স্বামী বিবেকানন্দের ছোটবেলা নিয়েও তিনি লিখেছেন । শিশুসাহিত্যের জগতে কমিক স্ট্রিপ অত্যন্ত মনোগ্রাহী একটি মাধ্যম বা প্ল্যাটফর্ম। শিশুসাহিত্যিক নারায়ণ দেবনাথ তাঁর কালি-কলম-রঙ-তুলিতে ছোটোদের সামনে খুলে দিয়েছেন কল্পলোকের মায়াবী দরজা ।

পৃথিবীর যে কোনও দেশের যে কোনও গানের সুরই আমাদের প্রথম আকৃষ্ট করে বলে ভাষা না জানলেও গানটিকে উপভোগ করা যায়। তেমনই যে কোনও বইতে ছবি প্রথম দৃষ্টি আকর্ষণ করে, তারপরে বিষয় । কমিক স্ট্রিপ-এ ছবির সঙ্গে সঙ্গে সংলাপের মাধ্যমে গল্প এগিয়ে চলে বলে আরও আকর্ষণীয় হয়ে ওঠে  ছোটবড়ো সবার কাছেই । নারায়ণ দেবনাথ তাঁর অসাধারণ সচিত্র গল্পে মাতিয়ে রেখেছিলেন প্রজন্মের পর প্রজন্ম। তিনি এমন এক স্রষ্টা যিনি একা হাতেই কলম ধরেছেন, ছবি এঁকেছেন ও অলঙ্করণ করেছেন ।

শিশুসাহিত্যে অবদানের জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার! রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট এবং ২০২১ সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন । এছাড়াও আরও অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন । সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনে বিশ্বাসী এই মানুষটির কাছে মানুষের ভালোবাসাই ছিল শ্রেষ্ঠ পুরস্কার! গত ১৮ জানুয়ারি তিনি প্রয়াত হন। কিন্ত স্রষ্টার কখনো মৃত্যু হয় না। তিনি বেঁচে থাকবেন তাঁর অমর সৃষ্টির মধ্যে ।