Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

অরিজিতের কণ্ঠে ‘ও যে মানে না মানা’

শীতের মরশুমে শ্রোতা-দর্শক বন্ধুদের নতুন গান উপহার দিতে চলেছে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল। এবারের নিবেদন রবীন্দ্রসঙ্গীত। বিশিষ্ট শিল্পী অরিজিতের কন্ঠে আসতে চলেছে ‘ও যে মানে না মানা’। অ্যালবামের নাম ‘আমাতে রবি’। প্রসঙ্গত উল্লেখ্য অ্যালবামের প্রথম গান ‘ও যে মানে না মানা’। গত ১৯ ডিসেম্বর গানটির টিজার প্রকাশিত হয়েছে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে। বড়দিনের সন্ধ্যায় এই চ্যানেল থেকেই মুক্তি পাবে গানটি। রাবীন্দ্রিক ভাব বজায় রেখে অনবদ্য মিউজিক অ্যারেঞ্জমেন্টে  গানটিকে সাজিয়ে তুলেছেন হরিকিরণ মেনন। সমগ্র পরিকল্পনাটি রূপ পেয়েছে বেঙ্গালুরুর পোলাইট প্রোডাকশন স্টুডিওতে। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি পাওয়া যাবে। শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা সঙ্গে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও অনেক রবীন্দ্রসঙ্গীতের সংযোজন হতে চলেছে এই অ্যালবামটিতে, এমনটাই জানিয়েছেন শিল্পী অরিজিৎ।