Monday, February 3, 2025
৫ফোড়ন

অস্কারে ভারতের দুই

সারা বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে অস্কার পুরস্কারের ব্যাপারটা খুব বেশিমাত্রায় গুরুত্ব পায়। আমাদের পাঠকদের জন্য সুখবর, ভারতের দুটি সিনেমা এ বছর অস্কারের জন্য মনোনীত হয়েছে। অস্কার পুরস্কারের জন্য যোগ্য হিসেবে বেছে নেওয়া বিশ্বের ২৭৬ টি ছবির মধ্যে স্থান পেয়েছে ভারতের ছবি দুটি। প্রসঙ্গত, দুটি ছবিই দক্ষিণী। একটি তামিল ছবি ‘জয় ভীম’, অন্যটি মালায়ালাম ছবি ‘মারাক্কার : লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি’। ইতিমধ্যেই চূড়ান্ত ভোটপর্ব শুরু হয়ে গেছে। আগামী ৮ ফেব্রুয়ারি ফাইনাল নমিনেশনের তালিকা জানানো হবে। আপাতত টানটান অপেক্ষা ভারতের সিনেমাপ্রেমীদের।