আগামী ঈদেই আসছেন ভাইজানের ভাই-জান
ভাইজানের ভক্তরা অধীর অপেক্ষায়। আগামী ঈদেই আসছে তাঁর ‘কিসি কা ভাই কিসি কি জান’! একেবারে ভাইজানের ইমেজের সঙ্গে তাল মিলিয়েই ছবির নামকরণ। অর্থাৎ, দর্শকহৃদয়ের আবেগ বিন্দুটিকে ছুঁয়ে থাকার প্রক্রিয়া নামকরণের মাধ্যমেই অনেকটা এগিয়ে রাখা হয়েছে। সাম্প্রতিককালে শাহরুখ অভিনীত ‘পাঠান’ ছবিতে অতিথি চরিত্রে নজর কেড়েছেন সলমন। এবার আসছে তাঁর নিজের ছবি। শোনা যাচ্ছে, শুধু অভিনয় করেই ক্ষান্ত নন সলমন, ছবির নানা দিক নিয়েই মাথা ঘামিয়েছেন তিনি। গান গেয়েছেন এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়েও পরামর্শ দিয়েছেন নির্মাতাদের। ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সলমনের বিপরীতে আছেন পূজা হেগড়ে। ছবির পরিচালক ফারহাদ সামজি। এর আগে সলমনের ছবি ‘রেস ৩’-এর পরিচালক ছিলেন তিনি। ভক্তদের বিশ্বাস এ ছবিতে আবার তুমুল বক্স অফিস কামাল দেখাবেন তাদের ভাইজান।