Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

আজ সন্ধ্যায় নীলাদ্রির গানে

আজ গানে গানে ভেসে যাওয়া। ন্যাশনাল স্কলারশিপ প্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী ও মিউজিক কম্পোজার নীলাদ্রি নাথ উপস্থিত থাকবেন আজ সন্ধ্যা ৭টায়, ননস্টপ আড্ডায়। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘নহি দেবী’! কল্পনার দেবীরূপ অর্থাৎ মহিষাসুরমর্দিনী থেকে প্রতিদিনের যাপনে যে নারী–দেবী আর মানবীর মাঝে ভাবনা ও অনুভব মিলেমিশে একাকার। কথায়-গানে সেই বিমূর্ত ভাবনাকেই মূর্ত করে তুললেন নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক সমাপ্তি দাস, সঙ্গীতশিল্পী অপর্ণা দে, বাচিকশিল্পী স্বাতী কর, শিক্ষক ও ইউটিউবার সোনিয়া দত্ত। গত ৬ সেপ্টেম্বর ছিল স্পেশাল পুজো আড্ডা ‘চলো যাই চলে যাই’। পুজোর ছুটির বেড়ানো নিয়ে নির্মল আনন্দের মেজাজে ভরে উঠেছিল সন্ধ্যাটি। উপস্থিত ছিলেন পর্যটনপ্রেমী মানস চৌধুরী, রিসর্টের কর্নধার ও ট্যুরিজম এক্টিভিস্ট মহাশ্বেতা রায়, ট্যুর অপারেটর অমিতাভ চট্টোপাধ্যায় ও পর্যটন ব্যবসায়ী মধুমিতা মন্ডল। আগামী ১৬ সেপ্টেম্বর উপস্থিত থাকবেন শিলিগুড়ির বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক মৌসুমী দাশগুপ্ত। বাংলা গানের সমস্ত ধারায় অবাধ বিচরণ মৌসুমীর। এই সন্ধ্যা মুখর হয়ে উঠবে সেই অনুষঙ্গেই। আপনারা ননস্টপ আড্ডা দেখছেন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই।