আত্মবিশ্বাসী জিত
তিনি যে বাঙালি নন, সে কথা কবেই ভুলে গেছে বাংলা ছবির দর্শক ! টলিউডে দাপটের সঙ্গে একের পর এক হিট বাংলা ছবি উপহার দিয়ে বাঙালির ঘরোয়া আবেগের সাথী হয়ে গেছেন জিত। তবে, সাম্প্রতিক কালে তাঁর যে অবদান সেটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে। ‘চেঙ্গিজ’ প্রথম কোনও বাংলা ছবি, যা হিন্দি ভাষায় মুক্তি পেল। লড়াকু জিত ছবির জন্য কী না করেছেন ! ছবির প্রচারে কোনও খামতি রাখেননি তিনি। ছুটেছেন দেশের এপ্রান্ত-ওপ্রান্ত। এরই পাশাপাশি সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর মতো ছবির সঙ্গে ‘চেঙ্গিজ’ মুক্তির সিদ্ধান্ত নিয়ে জিত বুঝিয়ে দিয়েছেন, তিনি কতটা আত্মবিশ্বাসী। এই বাংলায় এখন ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেও নানা রাজনৈতিক বিভাজন। কিন্তু সবাই জানে, জিত সেসব এড়িয়ে চলেন। কাজ করেন সম্পূর্ণ নিজের শর্তে। তাঁর ভক্তরাও জিতের ওপর পূর্ণ আস্থা রাখে। ‘চেঙ্গিজ’-এর চূড়ান্ত সাফল্য তারই প্রমাণ।