Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

আশা অডিও প্রকাশ করল কায়া’র ‘হাসনুহানা’

সম্প্রতি প্রকাশিত হলো বাংলার জনপ্রিয় কায়া ব্যান্ডের নতুন গান ‘হাসনুহানা’। এই রোমান্টিক সিঙ্গলটির প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী উপল সেনগুপ্ত, গৌরব চট্টোপাধ্যায় ও রাঘব চট্টোপাধ্যায় এবং কায়া’র সমস্ত সদস্য। আশা অডিও র ইউটিউব চ্যানেল ছাড়াও সমস্ত মিউজিক প্ল্যাটফর্মে এখন ‘হাসনুহানা’ শুনতে পাবেন শ্রোতারা। অরিন্দম, শুভাশিস, অভি, অর্চন, পরাগ ও রক্তিম–কায়া’র সদাস্যদের সকলেই কণ্ঠদান করেছেন এই সিঙ্গলে। প্রসঙ্গত, এটি একটি পুরোনো গান, যাকে একেবারে নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে। ভিডিওতে অভিনয় করেছেন প্রিয়ব্রত, শতাব্দী, অভিজিৎ শুভব্রত ও অরিন্দম। গানের রোমান্টিক মেজাজটি তৈরি করতে ম্যান্ডোলিন, বাস ও গিটার ব্যবহার করা হয়েছে।

আশা অডিওর পক্ষ থেকে অপেক্ষা লাহিড়ী জানিয়েছেন, ২০০৭ সালে ওঁরা ‘হাসনুহানা’ নামেই কায়া’র আর একটি অ্যালবাম প্রকাশ করেছিল, তাতে ছিল ৮টি গান। ২০০৮-এ আশা অডিও প্রকাশ করে ব্যান্ড কায়া’র নিবেদন ‘কায়ালোক’। এতেও ছিল ৮টি গান। দুটি অ্যালবামই দারুণ জনপ্রিয় হয়। পূর্বাপর অভিজ্ঞতা নিয়ে ওঁদের একত্র যাত্রার ফসল নতুন সিঙ্গল ‘হাসনুহানা’ নিয়েও তাই দারুণ আশাবাদী অপেক্ষা। মিউজিক ইন্ডাস্ট্রিতে আশা অডিও আজ এক বিশ্বাসের নাম। তাঁদের কাজের সঙ্গে পরিচিত বাংলার শ্রোতা। বাংলা ব্যান্ড কায়া’র জার্নিও কম দিন হলো না। সব মিলিয়ে রোমান্টিক সিঙ্গল ‘হাসনুহানা’ বাংলা গানের ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তুলতে প্রস্তুত।