Monday, February 3, 2025
৫ফোড়ন

ইন্দিরা লুকে কঙ্গনা

ছবির নাম ‘এমারজেন্সি’, চরিত্র ইন্দিরা গান্ধী, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পাঠক বুঝতেই পারছেন এই ত্রিবেণী সঙ্গমের রহস্য। সম্প্রতি কঙ্গনার ‘ইন্দিরা’ ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। বিশেষ ভাবে যা বলার, অস্কার বিজয়ী হলিউডের মেকআপ আর্টিস্ট ডেভিড ম্যালিনস্কিকে হায়ার করা হয়েছে এই লুকের জন্য। বুদ্ধিমতি কঙ্গনা জানেন প্রথম বাজিটা তাকে মেকআপেই মারতে হবে। বলা বাহুল্য, কুইন নিজেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন এবং মিডিয়া থুড়ি জনতার পুরো নজর যাতে তাঁর ওপর পড়ে, সেই উদ্যোগে মাঠে নেমে পড়েছেন। কঙ্গনার নিজের প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে ‘এমারজেন্সি’। ছবির পরিচালকও তিনি। প্রধান বিরোধী রাজনৈতিক দলের সবচেয়ে বিতর্কিত অধ্যায় নিয়ে ছবি, সেখানে প্রধান চরিত্রে কঙ্গনা ! এ ছবিও যে করমুক্ত হতে চলেছে, তা আগাম বলে দেওয়া যায়।