Thursday, March 13, 2025
৫ফোড়ন

ঋদ্ধি গৌরব

টিআরপি তালিকায় নিম্নগামী একদা এক নম্বরে থাকা হিট মেগা ‘গাঁটছড়া’। তবে, সেই ওঠানামার অঙ্ক কষা এই লেখার উদ্দেশ্য নয়। আমাদের কথা ঋদ্ধিকে নিয়ে। গত বেশ কয়েক পর্বে ধারাবাহিকে দেখা মেলেনি তার। দর্শক মনে করছে, গুরুত্বপূর্ণ এই চরিত্রের অনুপস্থিতিই পিছিয়ে দিচ্ছে ধারাবাহিককে। এই নিয়ে ঋদ্ধি থুড়ি গৌরব চট্টোপাধ্যায় কিন্তু বেশ যুক্তিবাদী। তাঁর কথায় “ওঠানামা থাকেই। সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমি মনে করি না, আমার না থাকায় এটা হয়েছে।” সম্প্রতি নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন গৌরব। ‘গাঁটছড়া’-য় সেই কারণেই তাঁর অদর্শন। পরিস্থিতি বাঁচাতে বিদেশে বসেই ফোন দিয়ে কয়েকটি দৃশ্য শ্যুট করে পাঠিয়েছিলেন বাংলা টেলিভিশনের এই তারকা। বোঝাই যাচ্ছে মুখে যাই বলুন, নিজের অনুপস্থিত থাকার নেতিবাচক প্রভাব নিয়ে তিনিও সচেতন।