এক নম্বরে রণবীর সিং
ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে বিরাট কোহলি, অক্ষয় কুমারকে পিছনে ফেলে প্রথম স্থানে চলে গেলেন রণবীর সিং। বিখ্যাত অর্থনৈতিক বিশেষজ্ঞ ও পরামর্শদাতা সংস্থা ক্রোল (Kroll)-এর অতি সাম্প্রতিক এক সমীক্ষা দিচ্ছে এই তথ্য। বি টাউনের সবচেয়ে চাহিতা তারকাদের অন্যতম রণবীর সিংয়ের ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে ছাড়িয়ে গিয়েছে বিরাট কোহলি ও অক্ষয় কুমারের ব্র্যান্ড ভ্যালুকে। অক্ষয় তিন নম্বরে, তাঁর ব্র্যান্ড ভ্যালু ১৫৩.৬ মিলিয়ন ডলার। দু’নম্বরে বিরাট, তাঁর ব্র্যান্ড ভ্যালু ১৭৬.৯ মিলিয়ন ডলার। আর রণবীর সিংয়ের ব্র্যান্ড ভ্যালু হলো ১৮১.৭ মিলিয়ন ডলার। বলিউডে রণবীরের উত্থান একজন বহিরাগত হিসেবে। প্রতিভা, পরিশ্রম, চূড়ান্ত আত্ম নিবেদনের ফল অচিরেই পেয়েছেন তিনি। হিট ছবির বন্যা বয়ে গিয়েছে তাঁর কেরিয়ারে। আর তার কৃতিত্ব রণবীরকেই দিয়েছেন পরিচালকগণ। টিপিক্যাল মশালা ছবির রুটিন চরিত্রের পাশাপাশি গভীর অনুভবী ও সূক্ষ মাত্রার অভিনয়ে রণবীর প্রত্যেকবার নিজের দক্ষতা ও সাফল্যের প্রমান রেখেছেন। মানুষ তাঁকে উজাড় করে ভালোবেসেছে বলেই পণ্য বাজারেও তৈরি হয়েছে তুমুল চাহিদা। তারই প্রতিফলন ঘটেছে ব্র্যান্ড ভ্যালুর ফলাফলে।