Monday, February 3, 2025
৫ফোড়ন

একা সোহিনী

টলিউডের এই মুহূর্তের সবচেয়ে হট অভিনেত্রীদের একজন সোহিনী সরকার, এটা বললে বাড়িয়ে বলা হবে না নিশ্চয়ই। পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতাও প্রশ্নাতীত। সব মিলিয়ে বঙ্গ বিনোদনে তিনি এক অপরিহার্য নাম। নতুন ছবি বা ওয়েব সিরিজ মানেই সোহিনী,মোটামুটি এমন একটা ধারণা বাজারে চালু আছে। তবে, এই মুহূর্তে তিনি আলোচনায় কোনও ছবির কারণে নয়। গসিপ কলামিস্টরা ব্যস্ত সোহিনীর ব্রেকআপের খবর নিয়ে। বিষ্ণুপ্রিয়া থুড়ি রণজয় বিষ্ণুর রেজিস্টার্ড প্রেমিকা সোহিনী নিজেই জানিয়েছেন এখন  ‘একা তিনি’ ! ইনস্টাগ্রামে নিজের ব্রেকআপের খবরটা ঘুরিয়ে বলার এ এক কায়দা। যদিও প্রেমিকপ্রবর রণজয় জানিয়েছেন ‘প্রেম আছে’। তবে, ঝেড়ে কাশেননি তিনিও। সোহিনী নাকি তাঁর এই একাকীত্ব দারুন উপভোগ করছেন ! এসবও লোকজন ঘটা করে জানায় ! তারকারা সত্যি পারেন !