কথা-গান-আড্ডায় ভরপুর সন্ধ্যা
গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার আড্ডা জমে উঠেছিল নাট্যশিল্পী, গদ্যকার ও বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের শিক্ষক ডঃ ময়ূরী মিত্রর উপস্থিতিতে। তাঁর আলোচনা ও বিশ্লেষণে যথার্থই সমৃদ্ধ হয়েছেন সকলেই। আজকের ননস্টপ আড্ডার অতিথি সঙ্গীতশিল্পী লোপামুদ্রা ভট্টাচার্য। কথায়-গানে জমবে আড্ডা। আগামী ১০ মার্চের অতিথি হলেন গবেষক, শিক্ষাবিদ, বাচিকশিল্পী কৃষ্ণকলি বসু নিয়োগী। দর্শক বন্ধুদের জানাই আমাদের ইউটিউব চ্যানেল ননস্টপ বিনোদন-এর ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন চিত্রশিল্প, নাটক, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।