Monday, February 3, 2025
৫ফোড়ন

কপিলের নিউ লুক

নিউ লুক নিয়ে নতুন সিজনে হাজির হচ্ছেন কপিল শর্মা। ইনস্টাগ্রামে নতুন লুকের ছবি পোস্ট করতেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন তারকা থেকে আম জনতা। স্লিম এন্ড ট্রিম তো বটেই, কপিলের হেয়ার স্টাইলেও এসেছে চমকদার পরিবর্তন। ব্ল্যাক টি শার্ট, ম্যাচিং প্যান্ট ও সঙ্গে সাদা কোট পরা কপিলকে দেখে উচ্ছ্বসিত গায়িকা রিচা শর্মা তো বলেই ফেললেন, ইয়ে হ্যান্ডসাম লেড়কা কৌন হ্যায়? অর্চনার বেটার হাফ পারমিত শেঠি বলেছেন, ডেডলি লুক ! কপিলের টিম থেকে পুরনোদের অনেকেই বিদায় নিয়েছেন। এবার শোনা যাচ্ছে, ক্রুষ্ণাও ছেড়ে দিয়েছেন শো। সেই জন্যই কী নিজের লুকে এই চমক কপিলের ? যদিও, ভারতীয় বিনোদনে এই মুহুর্তের কমেডি কিং কপিল শর্মা একাই একশো, প্রমাণ করেছেন তিনি। তাঁর সিটকমে আসা-যাওয়া চলবে অন্যদের। তবে, কপিল শো চালিয়ে নিয়ে যাবেন ঠিক।