করিনার প্রশংসায় শাহিদ
প্রসঙ্গ ‘যব উই মেট’ আর তাই নিয়েই তাঁর এক্স গার্লফ্রেন্ড করিনা কাপুরের প্রশংসায় পঞ্চমুখ হলেন শাহিদ। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন ‘যব উই মেট’ প্রসঙ্গ? কারণটা খুব সরল, ১৬ বছর পর থিয়েটারে ছবিটির পুনর্মুক্তি ঘটেছে। এছাড়া এই ছবির সিক্যুয়েল এবং রিমেক দুটোর কথাই উঠছে বারবার। এমন এক পরিস্থিতিতে শাহিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা তো করবেই সংবাদ মাধ্যম। তো, সেই প্রেক্ষিতেই শাহিদ জানান, ‘যব উই মেট’ আজও কতখানি দর্শক হৃদয়ের কাছাকাছি রয়েছে, সেটা বোঝা যায় ছবির পুনর্মুক্তিকে ঘিরে। এরই সঙ্গে তাঁর বক্তব্য, গীতের ভূমিকায় করিনা ছাড়া আর কারোর কথা ভাবতেই পারেন না শাহিদ। গীত আর করিনা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন এই ছবিতে। আর সেটা সম্ভব হয় করিনার দুরন্ত অভিনয়ে। এরপরই তিনি বলেন, ছবি রিমেক হোক বা সিক্যুয়েল, আমি নিজের ব্যাপারে কিছু বলব না। তবে, গীতের ভূমিকায় করিনাই একমাত্র অপশন।