কী আছে বাদশার মনে!
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। মুক্তি প্রতীক্ষায় শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। লিখেছেন অজন্তা সিনহা।
‘পাঠান’ মুক্তির আগে বাজার গরম ছিল নানা কারণে। ছবিতে সমাজের পক্ষে ক্ষতিকারক কী কী অনুপান আছে, একটি গোষ্ঠী হাত ধুয়ে সেসব জানাবার জন্য উঠে পড়ে লেগেছিল। তাতে অবশ্য ‘পাঠান’-এর বিশেষ কিছু ক্ষতি-বৃদ্ধি হয়নি। বরং পরোক্ষে লাভই হয়েছে। ছবিটা দারুণভাবে প্রচারে থেকেছে এবং চূড়ান্ত বাণিজ্য-সফল হয়েছে। এবার প্রসঙ্গ বলিউড বাদশার ‘জওয়ান’। ছবিটি পরিচালনা করেছেন তামিল ছবির নামী পরিচালক আটলি কুমার। তিনি নিজেই লিখেছেন এ ছবির গল্প ও চিত্রনাট্য। সিনেমাটোগ্রাফি জি কে বিষ্ণু। মিউজিক অনিরুদ্ধ রবিচন্দর।
গল্প সংক্ষেপে এই, একজন মানুষ সমাজের অসংগতিগুলি দূর করার প্রতিজ্ঞা গ্রহণ করে। বহুবছর আগে ঘটে যাওয়া তার ব্যাক্তিগত কোনও ক্ষতির প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতির জায়গা থেকে এই প্রতিজ্ঞা। তার নির্ভীক লড়াই এক ভয়ংকর অপরাধীর বিরুদ্ধে। কিন্তু এর ফলে একের পর এক যা ঘটতে থাকে, তা চরম যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। শাহরুখ এ ছবিতে দ্বৈত ভূমিকায়। তরুণ প্রজন্মের সঙ্গে পাল্লা দিয়ে একের পর অ্যাকশন ছবিতে পর্দায় আসছেন বলিউডের এক ও অদ্বিতীয় বাদশা। তাঁর ছবি এমন এক প্যাকেজ, যা বাণিজ্যিক ক্ষেত্রে সুপার গ্যারান্টির কাজ করে। শাহরুখের ছবির দর্শক শুধু ভারতে নয়, সারা বিশ্বে। ফলে, এ দেশে তাঁর বিরুদ্ধে ধূমায়িত যাবতীয় বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে সফল ব্যবসা করে বাদশার ছবি। শুধু পর্দার সামনের ম্যাজিক নয়, প্রযোজক শাহরুখ জানেন, সিনেমা বাণিজ্যের যাবতীয় অন্ধিসন্ধি। ‘জওয়ান’ মুক্তি প্রসঙ্গে সেই জন্যই সম্ভবত তাঁর এই কৌশলী নীরবতা !
গত বছর জুনে ছবির ঘোষণা হয় এবং স্বভাবতই সারা বিশ্বের শাহরুখ ভক্তদের মনে বিপুল আগ্রহের সৃষ্টি করে। এ বছর ২রা জুন ছবিটি মুক্তি পাবে, এটাও ছবির ঘোষণার মুহূর্তেই বলে দেওয়া হয়েছিল। সেই অনুসারেই অধীর প্রতীক্ষা শুরু তামাম শাহরুখ ভক্তের । অথচ, নির্মাতাদের পক্ষ থেকে ‘জওয়ান’ মুক্তি প্রসঙ্গে কোনও উচ্চবাচ্য নেই। ভক্তকুল স্বভাবতই হতাশ। বলিউডের চলতি নিয়ম মানলে এতদিনে ছবি মুক্তি উপলক্ষে টিজার, ট্রেলার এসব জনসমক্ষে আসা শুরু হয়ে যাওয়ার কথা ! শাহরুখের নিজের সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এর পক্ষে গৌরী খান ছবির প্রযোজক। সেখান থেকেও মুক্তি সংক্রান্ত কোনও তথ্যই জানানো হয়নি মিডিয়াকে।
‘জওয়ান’-এ শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আছেন বিজয় সেথুপতি ও সানিয়া মালহোত্রা। এছাড়াও ‘জওয়ান’-এ অতিথি রূপে পর্দায় আসবেন দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয় ও আল্লু অর্জুনের মতো তারকা। একটি সূত্র বলছে ‘জওয়ান’ ২রা জুনের পরিবর্তে ২৯শে জুন মুক্তি পেতে পারে। যদিও, এই খবর কোনও অফিসিয়াল সূত্রে প্রাপ্ত নয়। তবে, বাজার গণনা বলছে, ওই সময় মুক্তি পেলে ছবিটি চার দিনের উইকএন্ড এবং কোরবানির ঈদ উৎসব পাবে, যা বক্স অফিস সাফল্যের গ্যারান্টি কার্ড হতে পারে।
অনেকে এটাও বলছে, এখনও ব্যবসা করে চলেছে ‘পাঠান’। এই মুহূর্তে শাহরুখ তাঁরই আর একটি ছবি বাজারে এনে ‘পাঠান’-এর ব্যবসার ক্ষতি করতে চাইছেন না। আবার পরপর দুটি থ্রিলার দর্শক গ্রহণ করবেন কিনা, সেটাও হয়তো একটা প্রশ্ন ! ২রা জুন প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ মুক্তি পাবে। সেটাও ‘জওয়ান’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ হতে পারে ! শাহরুখ জানেন, কখন সময়কে মান্যতা দিতে হয় ! ‘পাঠান’ মুক্তির আগে চার চারটি বছর ধৈর্য ধরে অপেক্ষা করেছেন তিনি। ‘জওয়ান’-এর মুক্তির ক্ষেত্রেও নিশ্চয়ই তাঁর নিজস্ব কিছু ভাবনা রয়েছে। তিনি জনতার পালস বোঝেন। জানেন, কেমন করে মিডিয়াকে কাজে লাগাতে হয়। সম্ভবত তাঁর ভাবনা বলছে, একটু দেরিতে মুক্তি পেলে, ‘জওয়ান’-ও তার নিজের মতো করে সাফল্যের পথ খুঁজে নেবে। আপাতত ভক্তকুলের কাজ শুধুই অপেক্ষায় থাকা। মুক্তি সংক্রান্ত সব প্রশ্নের জবাব রয়েছে বাদশার মনে।