Monday, February 3, 2025
৫ফোড়ন

কৃতির কীর্তি

বচ্চন পাণ্ডে কে নজর কে তির আউর কৃতি স্যানন কি হোলি পে গোলি… ফাসন ইয়োর সিটবেল্টস–এমনই লিখেছেন অক্ষয় ছবির পোস্টার শেয়ার করার মুহূর্তে। সম্প্রতি কৃতি আর অক্ষয় অভিনীত ‘বচ্চন পান্ডে’ ছবির ট্রেলর লঞ্চের দিন পোস্টারটিও বাজারে এসেছে। বচ্চন-বচনে কৃতিকে অবশ্য সামনে রাখছে পুরো ইউনিটই। কৃতি নাকি তাঁর আগুনে অবতারে একেবারে জ্বলে উঠেছেন এ ছবিতে। শুরু থেকেই কপাল ভালো মেয়েটার। প্রথম ছবি ‘হিরোপান্তি’-তেই ফিল্মফেয়ার এওয়ার্ড ফর বেস্ট ফিমেল ডেবিউ পান তিনি। না আহামরি ছবি, না এমন কিছু অভিনয় ! বরং টাইগার এ ছবিতে অনেক বেশি ইনটেন্স অভিনয় করেন। যাই হোক, তারপর থেকেই বড় ব্যানার, বড় হিরোর বিপরীতে হাজির কৃতি। বাইক-বন্দুক-অক্ষয় এইসবের মাঝে কৃতি–পোস্টারে বিলক্ষণ নজর কেড়েছেন তিনি। ছবিতে তিনি কী কামাল করেছেন, সেসব অবশ্য মুক্তির পরেই জানা যাবে।