ক্যাটরিনার জন্য
ভিকি কৌশলকে মেরে ক্যাটরিনা কাইফকে…! নাহ ক্যাটরিনার সঙ্গে ঠিক কী করবেন, সেটা আর জানাননি তাঁর পাগল ভক্ত মানভিন্দর সিং। বলিউডের এই স্ট্রাগলিং অ্যাক্টর সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়েন। মুম্বইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে মানভিন্দর ধরা পড়ার পর জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যাটরিনার পিছু নিচ্ছিলেন–ইংরেজিতে যাকে আমরা স্টকিং বলি। কথায় আছে, পাগলে কিনা বলে (পড়ুন করে) ! ভিকি কৌশলকে থ্রেটনিং দেওয়ার ব্যাপারটা প্রকাশ্যে আসতেই মানভিন্দর পুলিশের জালে আটকা পড়েন। পাগল ভক্তর এই কার্যকলাপে ক্যাটরিনা যে যথেষ্ট বিরক্ত ও বিব্রত, সে কথা বলাই বাহুল্য। সিনেমার পর্দায় এমনটা দেখি আমরা। বাস্তবে সিনেমার কোনও তারকার সঙ্গে এমনটা ঘটে যাওয়া কাকতালীয় হলেও, সুখপ্রদ নয়।