Monday, February 3, 2025
৫ফোড়ন

গডমাদার করিনা

করিনা-সারা-অমৃতাকে নিয়ে গসিপ লিখিয়েরা যতই খিচুড়ি পাকানোর চেষ্টা করুক না কেন, আদতে ওঁরা প্রত্যেকেই যথেষ্ট বাস্তববাদী। অমৃতা সইফের অতীত, করিনা বর্তমান। এর মাঝে ছেলেমেয়েদের নিয়ে একে অপরের সঙ্গে লড়াই করতে নামবেন ওঁরা–এটা নিছকই কিছু লোকের কষ্টকল্পনা! বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সারা মায়ের কাছেই থাকতেন। তবে, বুদ্ধিমতী সারা করিনার সঙ্গে শুরু থেকেই ভালো সম্পর্কে ছিলেন। আর বলিউডে খাতা খোলা মাত্রই যে তিনি করিনার সঙ্গে আর একটু ঘনিষ্ঠ হবেন, সেটাই তো স্বাভাবিক। অমৃতা সিং এককালে বহু হিট ছবির নায়িকা হলেও আজকের বি টাউনে সাফল্যের সিঁড়ি তাঁর আয়ত্তের বাইরে। সেদিক থেকে করিনাই তো আদর্শ পথ প্রদর্শক হতে পারেন সারার। স্টাইল, ফ্যাশন, পোশাক-আশাক থেকে কোন ছবিতে কাজ করবেন বা অফার ফিরিয়ে দেবেন–সারার গডমাদারের ভূমিকা দিব্যি পালন করছেন করিনা। অমৃতাও জানিয়েছেন, এতে তিনিও যথেষ্ট খুশি ও নিশ্চিন্ত।