Monday, February 3, 2025
৫ফোড়ন

চুম্বনরত তমান্না-বিজয়

সম্প্রতি বড়দিন ও নতুন বছরের আগমনকে সেলিব্রেট করতে মেতে ওঠে সারা বিশ্ব। ভারতীয় সিনেমার তারকারাও এর বাইরে নন। আর সমুদ্র-শহর গোয়া হলো সেলিব্রেশনের ক্ষেত্রে দেশের সবচেয়ে রঙিন ও চনমনে কেন্দ্রগুলোর অন্যতম। এখানকার পরিবেশ এমনিতেই এমন, লোকজন অজান্তে উদ্দাম হয়ে ওঠে। আমাদের চেনা দুই তারকা তমান্না ভাটিয়া ও বিজয় বর্মাও যে সেই আবহের মেজাজেই উন্মুক্ত পরিবেশে চুম্বনরত হবেন, তাতে আর আশ্চর্য কী ! নিউ ইয়ার সেলিব্রেশন ! অতএব তমান্নার অঙ্গে সেই অনুষঙ্গেই স্বল্প মাপের গোলাপী বসন। অন্যদিকে সবুজ শর্ট ও সাদা শার্টে অ্যাপিলিং বিজয়। লোকজন ওঁদের দেখেই ভিডিও বানিয়ে ফেলে এবং তা ভাইরালও হয়ে যায় যথারীতি। দুজনের একে অপরকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে চুম্বন করার দৃশ্য শুধু ভিডিও করেই ক্ষান্ত হয়নি দর্শক, তারা এই হট কাপলকে চিয়ার আপও করে।